ফ্র্যাঙ্ক ও'গ্রাডি

ফ্রান্সিস ফিলিপ ও'গ্রাডি (৯ অক্টোবর ১৯০০ – ৬ মে ১৯৮১) অস্ট্রেলিয়ার একজন সিনিয়র সরকারি কর্মচারী ছিলেন। তিনি ১৯৬১ সালের সেপ্টেম্বর থেকে ১৯৬৫ সালের ডিসেম্বর পর্যন্ত পোস্টমাস্টার-জেনারেল বিভাগের মহাপরিচালক ছিলেন।

ফ্র্যাঙ্ক ও'গ্রাডি
সিবিই
পোস্টমাস্টার জেনারেল ডিপার্টমেন্টের মহাপরিচালক
কাজের মেয়াদ
২৮ সেপ্টেম্বর ১৯৬১ – ৮ ডিসেম্বর ১৯৬৫
ব্যক্তিগত বিবরণ
জন্মফ্রান্সিস ফিলিপ ও'গ্র্যাডি
(১৯০০-১০-০৯)৯ অক্টোবর ১৯০০
দ্যবার্টন, অ্যাডিলেড, দক্ষিণ অস্ট্রেলিয়া
মৃত্যু৬ মে ১৯৮১(1981-05-06) (বয়স ৮০)
উডভিল, অ্যাডিলেড, দক্ষিণ অস্ট্রেলিয়া
জাতীয়তাঅস্ট্রোলিয়ান
দাম্পত্য সঙ্গীডরোথি মেরি ওয়ালশ (বি. ১৯৩০)
পেশাসরকারি কর্মচারী

জীবন ও কর্মজীবন সম্পাদনা

ফ্র্যাঙ্ক ও'গ্র্যাডি হান্না এবং জন মাইকেল ও'গ্র্যাডির প্রথম সন্তান, তিনি ১৯০০ সালের ৯ অক্টোবর অ্যাডিলেডের থিবারটনে জন্মগ্রহণ করেন।[১]

১৯৬১ সালের সেপ্টেম্বরে তিনি পোস্টমাস্টার-জেনারেল বিভাগের প্রধান হিসেবে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফের মহাপরিচালক নিযুক্ত হন।[২]

ও'গ্র্যাডি কমনওয়েলথ পাবলিক সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন এবং ১৯৬৫ সালের ডিসেম্বরে পোস্টমাস্টার-জেনারেল ডিপার্টমেন্টে তার পদ থেকে অবসর নেন।[১][৩]

পুরস্কার সম্পাদনা

১৯৬৪ সালে ও'গ্র্যাডি ব্রিটিশ সাম্রাজ্যের কমান্ডার অব দ্য অর্ডার নিযুক্ত হন।[১] পরবর্তীতে ১৯৬৯ সালে সেন্ট গ্রেগরি দ্য গ্রেটের প্যাপাল অর্ডারের নাইট কমান্ডার নিযুক্ত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Putnis, Peter, "O'Grady, Francis Phillip (1900–1981)", Australian Dictionary of Biography, Australian National University, ২১ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা 
  2. CA 9: Postmaster-General's Department, Central Administration, National Archives of Australia, ১১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ 
  3. "Postal chief named"The Canberra Times। ১ অক্টোবর ১৯৬৫। পৃষ্ঠা 3।