ফ্রেম রিলে
প্রটোকল ওভারহেড কমিয়ে দ্রুত গতির প্যাকেট সুইচিং নিশ্চিত করার নিমিত্তে ফ্রেম রিলে পদ্ধতি ব্যবহার করা হয়। এভাবে মাল্টিমিডিয়া সেবার জন্য প্রয়োজনীয় খুব উচ্চ গতির তথ্য আদানপ্রদান করা সম্ভব হচ্ছে। বিস্তৃত এলাকা নেটওয়ার্কিং (wide area networking)করার ক্ষেত্রে এর ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। মূলত এক্স-২৫ পদ্ধতির স্বল্প গতির অসুবিধা দূর করার জন্যই এর উদ্ভব।
