ফ্রেডরিখ প্যাশ্চেন

জার্মান পদার্থবিজ্ঞানী

লুই কার্ল হাইনরিখ ফ্রেডরিখ প্যাশ্চেন একজন জার্মান পদার্থবিজ্ঞানী।, যিনি তড়িৎক্ষরনের উপর তার কাজের জন্য বিখ্যাত। তিনি প্যাশ্চেন সিরিজের জন্যও বিখ্যাত।

লুই কার্ল হাইনরিখ ফ্রেডরিখ প্যাশ্চেন
জন্ম(১৮৬৫-০১-২২)২২ জানুয়ারি ১৮৬৫
মৃত্যু২৫ ফেব্রুয়ারি ১৯৪৭(1947-02-25) (বয়স ৮২)
পুরস্কাররামফোর্ড মেডেল (১৯২৮)

জীবনী সম্পাদনা

প্যাশ্চেন ১৮৮৪ থেকে ১৮৮৮ সাল পর্যন্ত হামবোল্ড ইউনিভার্সিটি অব বার্লিন এবং ইউনিভার্সিটি অব স্ট্রাসবুর্গ এ পড়াশোনা করেন। তিনি ১৮৯৩ সালে ইউনিভার্সিটি অব হ্যানোভার এ অধ্যাপক নিযুক্ত হন। তিনি ১৯০১ সালে ইউনিভার্সিটি অব টিউবিঙ্গেন এর পদার্থবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন।

তথ্যসূত্র সম্পাদনা