ফ্রিৎস লাং

অস্ট্রেলিয়-মার্কিন চলচ্চিত্র নির্মাতা (1890-1976)

ফ্রিডরিখ খ্রিস্টিয়ান আন্তন "ফ্রিৎস" ল্যাং (জার্মান: Friedrich Christian Anton "Fritz" Lang) (৫ই ডিসেম্বর, ১৮৯০ - ২রা আগস্ট, ১৯৭৬) অস্ট্রীয়-জার্মান-মার্কিন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। মাঝে মাঝে চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। জার্মানির অভিব্যক্তিবাদী দার্শনিক ধারার অন্যতম ব্যক্তিত্ব তিনি। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট তাকে "মাস্টার অফ ডার্কনেস" নামে ভূষিত করেছে। তার সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র হচ্ছে মেট্রোপলিস (সেই সময়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাক চলচ্চিত্র) এবং এম। যুক্তরাষ্ট্রে চলে আসার আগেই এই ছবি দুটি নির্মাণ করেছিলেন।

ফ্রিৎস ল্যাং
১৯৫০-এর দশকে ল্যাং
জন্ম
ফ্রিডরিখ খ্রিস্টিয়ান আন্তন ল্যাং
দাম্পত্য সঙ্গীলিজা রোজেনথাল (?১৯১৯-২১)
Thea von Harbou (১৯২২-৩৩)
Lily Latté (১৯৭১-৭৬)

ফ্রিৎস ল্যাং পরিচালিত চলচ্চিত্রসমূহ

সম্পাদনা

প্রাথমিক জার্মান ক্যারিয়ার

সম্পাদনা
  • Hilde Warren und Der Tod (Hilde Warren and Death) (১৯১৭) অভিনয়ও করেছেন
  • Der Herr Der Liebe (১৯১৯) অভিনয়ও করেছেন
  • Halbblut (The Half Caste) (১৯১৯) চিত্রনাট্যও লিখেছেন
  • Harakiri (১৯১৯)
  • Die Spinnen (Spiders) (১৯১৯)
  • Das Wandernde Bild (১৯২০) চিত্রনাট্যও লিখেছেন
  • Der Müde Tod (Destiny) (১৯২১) চিত্রনাট্যও লিখেছেন
  • Das Indische Grabmal (The Indian Tomb) (১৯২১)
  • Vier um die Frau (১৯২১) চিত্রনাট্যও লিখেছেন
  • Dr Mabuse: Der Spieler (Dr Mabuse: The Gambler) (১৯২২)
  • Die Nibelungen (Siegfried and Kriemhild's Revenge) (১৯২৪) চিত্রনাট্যও লিখেছেন
  • মেট্রোপলিস (১৯২৬) চিত্রনাট্যও লিখেছেন
  • Spione (Spies) (১৯২৮) প্রযোজনা করেছেন এবং গল্প ও চিত্রনাট্য লিখেছেন
  • Frau im Mond (Woman in the Moon) (১৯২৯) প্রযোজনা করেছেন এবং যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন
  • এম (১৯৩১) চিত্রনাট্যও লিখেছেন
  • Das Testament Des Dr Mabuse (The Testament of Dr Mabuse) (১৯৩৩) প্রযোজনা ও চিত্রনাট্য রচনা

ফ্রান্সে অন্তর্বর্তীকালীন অবস্থা

সম্পাদনা
  • Liliom (১৯৩৪) চিত্রনাট্যও লিখেছেন

হলিউড ক্যারিয়ার

সম্পাদনা
  • Fury (১৯৩৬) চিত্রনাট্যও লিখেছেন
  • You Only Live Once (১৯৩৭)
  • You and Me (১৯৩৮) প্রযোজনাও করেছেন
  • The Testament of Dr Mabuse
  • The Return of Frank James (১৯৪০)
  • Man Hunt (১৯৪১)
  • Western Union (১৯৪১)
  • Moontide (১৯৪২)
  • Hangmen Also Die (১৯৪৩) প্রযোজনা, অভিযোজন ও গল্প
  • Ministry of Fear (১৯৪৪)
  • The Woman in the Window (১৯৪৪)
  • Scarlet Street (১৯৪৫) প্রযোজনাও করেছেন
  • Cloak and Dagger (১৯৪৬)
  • Secret Beyond the Door (১৯৪৮) প্রযোজনাও করেছেন
  • American Guerilla in the Philippines (১৯৫০)
  • The House by the River (১৯৫০)
  • Clash by Night (১৯৫২)
  • Rancho Notorious (১৯৫২)
  • The Big Heat (১৯৫৩)
  • The Blue Gardenia (১৯৫৩)
  • Human Desire (১৯৫৪)
  • Moonfleet (১৯৫৫)
  • Beyond a Reasonable Doubt (১৯৫৬)
  • While the City Sleeps (১৯৫৬)

জার্মানিতে ফেরার পর

সম্পাদনা
  • Der Tiger von Eschnapur (The Tiger of Eschnapur) (১৯৫৮) চিত্রনাট্যও লিখেছেন
  • Das Indische Grabmal (The Indian Tomb) (১৯৫৯)
  • Die Tausend Augen Des Dr Mabuse (The Thousand Eyes of Dr Mabuse) (১৯৬০) প্রযোজনা ও চিত্রনাট্য রচনা