ফ্রিকুয়েন্সি-ডিভিশন মাল্টিপ্লেক্সিং

ফ্রিকুয়েন্সি-ডিভিশন মাল্টিপ্লেক্সিং (এফডিএম) একধরনের সিগন্যাল মাল্টিপ্লেক্সিং ব্যবস্থা যেখানে একাধিক বেজব্যান্ড সংকেতকে ভিন্ন ভিন্ন ফ্রিকুয়েন্সির বাহক তরঙ্গের সাথে মডুলেশন করা হয় এবং একসাথে যোগ করে মূল সংকেত তৈরি করা হয়।[]

মডুলেট করা ডিজিটাল ডেটা বহনকারী একটি এফডিএম চ্যানেলের পাসব্যান্ড।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. White, Curt (২০০৭)। Data Communications and Computer Networks । Boston, MA: Thomson Course Technology। পৃষ্ঠা 140–143আইএসবিএন 978-1-4188-3610-8