ফোসিস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন

ফোসিস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (গ্রিক: Ένωση Ποδοσφαιρικών Σωματείων Φωκίδας, ইংরেজি: Phocis Football Clubs Association; এছাড়াও সংক্ষেপে পিএফসিএ নামে পরিচিত) হচ্ছে গ্রিসের আমফিসার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি এইচএফএফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রিসের আমফিসায় অবস্থিত।

ফোসিস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন
এইচএফএফ
প্রতিষ্ঠিত১৯৮৪; ৪০ বছর আগে (1984)
সদর দপ্তরআমফিসা, গ্রিস
ফিফা অধিভুক্তিনেই
এইচএফএফ অধিভুক্তি১৯৮৪
সভাপতিগ্রিস চারালাম্পোস কাতসানাকিস
ওয়েবসাইটepsfokidas.gr

এই সংস্থাটি আঞ্চলিক লীগ এবং আঞ্চলিক কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ফোসিস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন চারালাম্পোস কাতসানাকিস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Greece - List of Regional Champions"আরএসএসএসএফ। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা