ফোর্সড এন্ট্রিস: দ্য ডাউনটাউন ডায়েরিজ ১৯৭১–১৯৭৩
ফোর্সড এন্ট্রিস: দ্য ডাউনটাউন ডায়েরিজ ১৯৭১–১৯৭৩ লেখক ও সঙ্গীতজ্ঞ জিম ক্যারল রচিত ১৯৮৭ সালে প্রকাশিত আত্মজীবনীমূলক গ্রন্থ।[২] এটি ক্যারলের আত্মজীবনীমূলক দ্য বাস্কেটবল ডায়েরিজ বইয়ের সিক্যুয়াল।[৩]
লেখক | জিম ক্যারল |
---|---|
মূল শিরোনাম | দ্য ডাউনটাউন ডায়েরিজ |
প্রচ্ছদ শিল্পী | মেলিসা জ্যাকবি |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
ধরন | স্মৃতিকথা, আত্মজীবনী |
প্রকাশনার তারিখ | জুলাই ৭, ১৯৭৮ |
মিডিয়া ধরন | প্রিন্ট (পেপারব্যাক) |
পৃষ্ঠাসংখ্যা | ১৯২ (পেঙ্গুইন, ১৯৮৭) |
আইএসবিএন | [[বিশেষ:বইয়ের_উৎস/0140085025[১]|০১৪০০৮৫০২৫'"`UNIQ--ref-০০০০০০০০-QINU`"']] {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ অক্ষর |
পূর্ববর্তী বই | দ্য বাস্কেটবল ডায়েরিজ (১৯৭৮) |
বইটিতে ১৯৭১ থেকে ১৯৭৩ সালের ক্যারলের ক্যালিফোর্নিয়ার জীবন তোলে ধরা হয়েছে। ক্যারল এই বই প্রসঙ্গে বলেন যে বইতে তার স্মৃতি থেকে লেখা হয়েছে, ফলে সব ঘটনা একেবারে ঠিক নাও হতে পারে। এই বইয়ের বেশির ভাগ ঘটনাই ক্যারলের সঙ্গীত জীবন নিয়ে, যার মধ্যে অ্যান্ডি ওয়ারলের সাথে তার স্টুডিওতে, ম্যাক্সস কানসাস সিটিতে ও ভেলভেট আন্ডারগ্রাউন্ড-এর সাথে কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। তিনি ইচ্ছাকৃতভাবে বেশ কয়েকজনের নাম পরিবর্তন করেন। এর কারণ হিসেবে ক্যারল বলেন তিনি চাননি তাদের নামের জন্য বইটির কাটতি বাড়ুক।[৪]
সূত্র তালিকা
সম্পাদনা- ↑ "Forced Entries: The Downtown Diaries: 1971-1973 by Jim Carroll"। গুডরিডস। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭।
- ↑ "Forced Entries: The Downtown Diaries: 1971-1973 by Jim Carroll"। ক্যাথলিকবয়.কম। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭।
- ↑ গ্রিমস, উইলিয়াম (সেপ্টেম্বর ১৪, ২০০৯)। "Jim Carroll, Poet and Punk Rocker Who Wrote 'The Basketball Diaries', Dies at 60"। নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭।
- ↑ ম্যালন, থমাস (ডিসেম্বর ৬, ২০১০)। "OFF THE RIM - Jim Carroll's "The Petting Zoo.""। নিউ ইয়র্কার। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭।