ফেদেরিকা আব্বাতে (জন্ম ১৯৯১ সালে) ছিলেন একজন ইতালীয় সংগীতকার, গীতিকার এবং গায়ক-গান লেখক।

ফেদেরিকা আব্বাতে
জন্ম১৯৯১[১]
মিলান, ইতালি[২]
পেশাগান লেখিকা

জীবন এবং কর্মজীবন সম্পাদনা

আব্বাতে ৫ বছর বয়সে পিয়ানো বাজানো শুরু করেন এবং সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক পাশ করেন। ২০১৩ সালে তিনি এসআইএই ও কমুনে দি জেনোভার আয়োজন করা "Genova per voi" (আপনাদের জন্য জেনোভা) জেতেন এবং ইউনিভার্সাল মিউজিক গ্রুপের ছোয়ায় আসেন।[৩]

আব্বাতে ৫০ এর ওপর গান লিখেছেন, যার মধ্যে আছে মাল্টি-প্ল্যাটিনাম বলে খ্যাত গান "বেবী কে" ও "জুজি ফেররেরি"র জন্য "রোমা-ব্যাংকক " এবং "ফেদেজ" ও "নোয়েমি"র লা'মোরে এতের্নিত গান।[৪] তার গান "নেসুন গ্রাদো দি সেপারাসিওনে" ২০১৬ সালে সানরেমো সঙ্গীত উৎসবে ২য় স্থান পায় এবং ইতালিতে ইউরোভিশন স্ং কনটেস্ট ২০১৬ তে প্রবেশ করে। [৩] তার গান সাধারনত তিনি একাই লিখতেন এবং মাঝে মাঝে কেওপে (মোগোল এর পুত্র) তাকে সহযোগিতা করতেন।

একজন গায়িকা হিসাবে, মাররাক্যাশের সাথে "ইন রেডিও" এককে কণ্ঠ দেন। এছাড়াও তিনি রাই দুইয়েতে প্রচারিত সাঙ্গিতিক রিয়ালিটি অনুষ্ঠান দ্য ভয়েসের কণ্ঠ্য কোচ ছিলেন। [৪] ২০১৭ সালের সেপ্টেম্বরে ফেডেরিকা তার প্রথম একক "ফিয়োরি সুই বালকনি" প্রকাশ করেন । [৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Giuseppe Pagano (১৩ এপ্রিল ২০১৬)। "Federica Abbate, come nasce una hit? Da Roma Bangkok a Nessun grado di separazione, chi è la giovane autrice del momento"ইল ফাত্তো কুয়োতিদিয়ানো। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬ 
  2. Giulia Ciavarelli (১৬ সেপ্টেম্বর ২০১৫)। "Chi è l'autrice di hit come "Roma – Bangkok"?"টিভি সর্রিজি এ কাঞ্চোনি। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬ 
  3. ""Genova per voi" all'Eurovision song contest"ইল সেক্কোলো দিসানভেজিমো। ১৪ মে ২০১৬। ১৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬ 
  4. "Federica Abbate non si nasconde più dietro i grandi successi: "Sogno di scrivere per la Pausini ma ora canto le mie canzoni""টিজিকম২৪। ১৭ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬ 
  5. https://www.snapitaly.it/federica-abbate/

বহিঃসংযোগ সম্পাদনা