ফুটবল ক্লাব আউগসবুর্গ

জার্মান ফুটবল ক্লাব

ফুসবল-ক্লাব আউগসবুর্গ ১৯০৭ ইভি (সাধারণত ফুসবল-ক্লাব আউগসবুর্গ ১৯০৭, ফুটবল ক্লাব আউগসবুর্গ, এফসি আউগসবুর্গ (জার্মান উচ্চারণ: [ʔɛf t͡seː ˈʔaʊ̯ksbʊʁk]) অথবা শুধুমাত্র আউগসবুর্গ নামে পরিচিত) হচ্ছে আউগসবুর্গ ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৭ সালের ৮ই আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি আউগসবুর্গ তাদের সকল হোম ম্যাচ আউগসবুর্গের ডাব্লিউডাব্লিউকে এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,৬৬০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হেইকো হেরলিখ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ক্লাস হফমান। ওলন্দাজ রক্ষণভাগের খেলোয়াড় জেফ্রি ফাউলেউ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

আউগসবুর্গ
পূর্ণ নামফুসবল-ক্লাব আউগসবুর্গ ১৯০৭ ইভি
ডাকনামফুগারস্টাডটার
প্রতিষ্ঠিত৮ আগস্ট ১৯০৭; ১১৭ বছর আগে (1907-08-08)
মাঠডাব্লিউডাব্লিউকে এরিনা
ধারণক্ষমতা৩০,৬৬০
সভাপতিজার্মানি ক্লাস হফমান
প্রধান কোচজার্মানি হেইকো হেরলিখ
লিগবুন্দেসলিগা
২০১৯–২০১৫তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এফসি আউগসবুর্গ এপর্যন্ত ২০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি রেগিওনাললিগা জুড, ৫টি বায়ার্নলিগা এবং ১৩টি শোয়াবেন কাপ শিরোপা রয়েছে।

  • শোয়াবেন কাপ (৩–৫)
    • চ্যাম্পিয়ন: (১৩) ১৯৬৮–৬৯, ১৯৬৯–৭০, ১৯৭০–৭১, ১৯৭১–১৯৭২, ১৯৭৯–৮০, ১৯৮৫–৮৬, ১৯৮৭–৮৮, ১৯৯২–৯৩, ১৯৯৫–৯৬, ১৯৯৮–৯৯, ২০০১–০২, ২০০৩–০৪, ২০০৪–০৫
    • রানার-আপ: ১৯৯১–৯২

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "FC Augsburg"transfermarkt.com (ইংরেজি ভাষায়)। transfermarkt। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২০ 

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব আউগসবুর্গ