ফুটবল অস্ট্রেলিয়া (বিলুপ্ত)

ফুটবল অস্ট্রেলিয়া (ইংরেজি: Football Australia; এছাড়াও সংক্ষেপে এফএ নামে পরিচিত) অস্ট্রেলিয়ার ফুটবলের নিয়ন্ত্রক বিদ্রোহী সংস্থা ছিল। এই সংস্থাটি ২০১২ সালের মার্চ মাসে এ-লীগে অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ক্লিভ পামারের দল গোল্ড কোস্ট ইউনাইটেডের লাইসেন্স বাতিল করার পর প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংস্থাটি কোন আন্তর্জাতিক সহযোগী ছাড়াই পরিচালিত হতো। এটি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর অস্ট্রেলিয়ায় ছিল। ধারণা করা হয় যে, ২০১২ সালের জুন মাসে এই সংস্থাটি বিলুপ্ত হয়েছে, কেননা উক্ত সময়ের পর এই সংস্থার কোন কার্যক্রম লক্ষ্য করা যায়নি।[১]

ফুটবল অস্ট্রেলিয়া
প্রতিষ্ঠিতমে ২০১২ (2012-05)
বিলুপ্তজুন ২০১২
সদর দপ্তরঅস্ট্রেলিয়া
ফিফা অধিভুক্তিনেই

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Archived copy"। ১৮ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৩