ফিলিপ পিনেল (১৭৪৫-১৮২৬) ফ্রান্সে এ মনোচিকিৎসক ছিলেন।

ফিলিপ পিনেল
Philippe Pinel.jpg
Philippe Pinel
ফিলিপ পিনেল
জন্ম২০ এপ্রিল ১৭৪৫
Jonquières, France
মৃত্যু২৫ অক্টোবর ১৮২৬
Paris, ফ্রান্স
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রমনোরোগবিদ্যা
যাদেরকে প্রভাবিত করেছেনJean-Étienne Dominique Esquirol Dorothea Dix

কর্মজীবনসম্পাদনা

ফিলিপ পিনেল এর বাবা ছিলেন গ্রামের ডাক্তার। তিনি প্রথম জীবনে ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন শুরু করেন। পরিণত বয়সে চিকিৎসাবিজ্ঞানে কাজ শুরু করেন। ১৭৯৮ সালে তার বিখ্যাত গ্রন্থ Nosographie Philosophique প্রকাশিত হয়। দু-দশকের মধ্যে বইটির ৬ টি সংস্করণ হয়। তার গ্রন্থে মনের রোগকে 'মানসিক ও মনস্তাত্ত্বিক বিচ্ছন্নতা' বলে উল্লেখ করেছেন।[১]

তথ্যসূত্রসম্পাদনা

  1. দাশগুপ্ত, ধীমান (এপ্রিল ১৯৯৭)। বিজ্ঞানী চরিতাভিধান (১ সংস্করণ)। কলকাতা: বাণীশিল্প। পৃষ্ঠা ৩১-৩২। আইএসবিএন বিহীন |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)