ফিলিপ্পো দে পালমা (আনু. ১৮১৩ - ১৮৭৩ সালের পরে) ছিলেন একজন ইতালীয় বৈজ্ঞানিক যন্ত্র নির্মাতা।

ফিলিপ্পো দে পালমা
জন্মআনু. ১৮১৩
নাগরিকত্বইতালীয়
পেশাবৈজ্ঞানিক যন্ত্র নির্মাতা

উনিশ শতকের তৃতীয় ত্রৈমাসিকে নেপলসের একজন সক্রিয় বৈজ্ঞানিক-যন্ত্র নির্মাতা ছিলেন। ১৮৬৭ সালে প্যারিসে এবং ১৮৭৩ সালে ভিয়েনায় প্রদর্শিত হয়। বৈদ্যুতিক মেশিন এবং পদার্থবিদ্যার যন্ত্র তৈরি করার জন্য পরিচিত। [১]

তথ্যসূত্র সম্পাদনা

আরও পড়া সম্পাদনা

  • গ্যালিলিও যাদুঘর। "ফিলিপো ডি পালমা"। ডিসপ্লেতে যাদুঘর গ্যালিলিওর যন্ত্রের ক্যাটালগ। catalogue.museogalileo.it