ফিরোজ সাঁই

বাংলাদেশের সঙ্গীত শিল্পী

ফিরোজ সাঁই (জন্ম: ১৯৫২ - মৃত্যু: ১৬ ডিসেম্বর ১৯৯৫) বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন। সত্তর ও আশির দশকে লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারার গানকে যারা পপসঙ্গীতের আদল দিয়েছিলেন তিনি ছিলেন তাদের পথিকৃৎ। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।[১] তার গাওয়া 'এক সেকেন্ডের নাই ভরসা', 'ইঞ্জিন যদি চইলা যায় ডাব্বা লইয়া কি হইবো' অথবা 'ইস্কুল খুইলাছে রে মওলা, ইস্কুল খুইলাছে' এর মতো গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে দোলা দেয় সুর ও চিন্তার আনন্দ অনুভবে। [২]

ফিরোজ সাঁই

মৃত্যু সম্পাদনা

১৬ই ডিসেম্বর ১৯৯৫ সালে শিল্পকলা একাডেমী আয়োজিত একটি গানের অনুষ্ঠানে 'এক সেকেন্ডের নাই ভরসা’ গানটি গাওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ফিরোজ সাঁই।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফিরোজ সাঁই এর লেখা গান"বাংলা গানের কথা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৮ 
  2. "দৈনিক জনকন্ঠ || গানে গানে ফিরোজ সাঁই স্মরণ"দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৮ 
  3. https://www.risingbd.com। "ফিরোজ সাঁই'র ১৯তম প্রয়াণ দিবস উদ্‌যাপন"RisingBD Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা