ফিফা ০৮
ফিফা ০৮ ইলেকট্রনিক আর্টসের ফিফা সিরিজের একটি ফুটবল গেমস। গেমসটি প্রস্তুত করেছে ইএ কানাডা এবং বিশ্বব্যাপী ইএ স্পোর্টস লেবেলের অধীনে বাজারে ছাড়া হয়েছে। ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে ইউরোপ ও অস্ট্রেলিয়া অঞ্চলে এবং ২০০৭ সালের অক্টোবরে উত্তর আমেরিকায় জনপ্রিয় সকল গেম কনসোলের জন্য এটি প্রকাশ করা হয়। এর মধ্যে প্লেস্টেশন ৩ ও এক্সবক্স ৩৬০ সংস্করনে উন্নততর গেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ফলে এই সংস্করনের গ্রাফিক্সের মান অনেক উন্নত এবং এতে অনেক ধারাভাষ্যকার যুক্ত করা হয়েছে। ইএ এই সংস্করণের নাম দিয়েছে পরবর্তী-প্রজন্ম। কম্পিউটারসহ অন্যান্য সংস্করণে পুরানো গেম ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। নিনটেন্ডো ডিএস সংস্করণে জায়গা সঙ্কটের কারণে অপেক্ষাকৃত কম দল, স্টেডিয়াম, মোড ও পোশাক দেয়া হয়েছে।
ফিফা ০৮ | |
---|---|
![]() ইংল্যান্ডের কভার যাতে রয়েছেন ওয়েইন রুনি ও রোনালদিনহো | |
নির্মাতা | ইএ কানাডা |
প্রকাশক | ইএ স্পোর্টস |
নকশাকার | জো বুথ ও কাজ মাকিতা (পিএস৩, এক্সবক্স ৩৬০, উই) পল হোসাক (পিএস২, পিএসপি, ডিএস, পিসি) |
ক্রম | ফিফা সিরিজ |
ভিত্তিমঞ্চ | প্লেস্টেশন ৩, প্লেস্টেশন পোর্টেবল, প্লেস্টেশন ২, নিনটেন্ডো ডিএস, Wii, এক্সবক্স ৩৬০, পিসি, মোবাইল, এন-গেজ[১] |
মুক্তি |
|
ধরন | স্পোর্টস |
কার্যপদ্ধতি | সিঙ্গেল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার, মাল্টিপ্লেয়ার অনলাইন |
পরবর্তী প্রজন্মের গেম ইঞ্জিনে ধারাভাষ্য দিয়েছেন স্কাই স্পোর্টসের মার্টিন টেইলর এবং অ্যান্ডি গ্রে। তবে বর্তমান প্রজন্মের গেম কনসোলে ক্লাইভ টাইল্ডেসলি গ্রেকে সঙ্গ দিয়েছেন।
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "N-Gage Game Showroom - FIFA 08"। Nokia। ২০০৮-০৫-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-০৯।
বহিঃসংযোগ সম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |