ফিডল নদী

কানাডার নদী

'ফিডল' নদী (ইংরেজি: Fiddle River, অনুবাদ'বেহালা নদী') কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানে অবস্থিত একটি নদী। নদীটির উৎপত্তি ফিডল গিরিপথে এবং মোহনা আথাবাস্কা নদীতে। এটি আথাবাস্কা নদীর একটি মাঝারি দৈর্ঘ্যের উপনদী। আথাবাস্কায় পতনের পূর্বে ফিডল নদীর কতিপয় শাখা নদী আছে।[১]

ফিডল নদী
জেসপার জাতীয় উদ্যানে ফিডল নদী
অবস্থান
দেশকানাডা
প্রদেশআলবার্টা
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানফিডল গিরিপথ
 • স্থানাঙ্ক৫৩°০১′৪৭″ উত্তর ১১৭°৩০′৪৪″ পশ্চিম / ৫৩.০২৯৭২° উত্তর ১১৭.৫১২২২° পশ্চিম / 53.02972; -117.51222
 • উচ্চতা২,০৫৮ মিটার (৬,৭৫২ ফুট)
মোহনা 
 • অবস্থান
আথাবাস্কা নদী
 • স্থানাঙ্ক
৫৩°১৩′৫২.১″ উত্তর ১১৭°৫১′৩৩.১″ পশ্চিম / ৫৩.২৩১১৩৯° উত্তর ১১৭.৮৫৯১৯৪° পশ্চিম / 53.231139; -117.859194
 • উচ্চতা
৯৯৭ মিটার (৩,২৭১ ফুট)

প্রবাহ সম্পাদনা

ফিডল নদী জেসপার জাতীয় উদ্যানের ফিডল গিরিপথ হতে উৎপন্ন হয়েছে। ব্রায়ান্ট পর্বত, গ্রেগ পর্বত, স্যার হ্যারল্ড মিচেল পর্বত ও বেরি পর্বতের বারিপাত ও বরফ গলা পানি এই নদীর মূল জল সরবরাহকারী। ফিডল গিরিপথ হতে নদীটি উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে জেসপার জাতীয় উদ্যানের পূর্ব প্রবেশদ্বারের নিকটে আথাবাস্কা নদীতে মিশেছে। নদীটির কিছুপথ জনপ্রিয় মিয়েট উষনপ্রসবনে যাওয়ার রাস্তার সমান্তরাল প্রবাহিত হয়েছে।[১]

নামকরণ সম্পাদনা

ফিডল নদী এবং একই সাথে ফিডল পর্ব চূড়া, ফিডল গিরিপথ ও ফিডল পর্বতমালা'র নামকরণ নিয়ে দুইটি গল্প প্রচলিত আছে। ফিডল পর্বতমালার মধ্য দিয়ে একটি নির্দিষ্ট গতি ও পথে বায়ুপ্রবাহ হলে ফিডল বা বেহালার চতূর্থ তারের মত সুর তৈরী হয়। দ্বিতীয় গল্পও অনুযায়ী ফিডল পর্বতমালার সীমারেখা বেহালার আকৃতির মত। ১৮৪৬ সালে নদীটিকে প্রথম ফিডল নদী নামকরণ করা হয়।[২]

শাখা নদী সম্পাদনা

  • পোচার্স নালী
  • স্লাইড নালী
  • সালফার নালী
  • ও'হাগান নালী
  • মিস্টেরি নালী
  • ভিলেনুয়েভ নালী
  • মরিস নালী
  • এশলার নালী

তথ্যসূত্র সম্পাদনা

  1. Mussio Ventures (2004). Central Alberta Backroad Mapbook. Burnaby: Mussio Ventures.
  2. Karamitsanis, Aphrodite (1991). Place Names of Alberta, Volume 1. Calgary: University of Calgary Press, pg. 87