ফিকে রাংচিতি

লাইসিনিডি পরিবারের প্রজাপতি

ফিকে রাংচিতি (বৈজ্ঞানিক নাম: Arhopala fulla(Hewitson)) এক প্রজাতির ছোট আকারের প্রজাপতি। এরা ‘লাইসিনিডি’ গোত্রের এবং 'থেকলিনি' উপগোত্রের সদস্য।[১] [২]

ফিকে রাংচিতি
Spotless Oakblue
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Lycaenidae
গণ: Arhopala
প্রজাতি: A. fulla
দ্বিপদী নাম
Arhopala fulla
প্রতিশব্দ
  • Amblypodia fulla Hewitson, 1862
  • Amblypodia canulia Hewitson, 1869
  • Arhopala canulia sosias Fruhstorfer, 1914
  • Arhopala ignara Riley & Godfrey, 1921
  • Narathura fulla var. andamanica Wood-Mason & de Nicéville, 1881
  • Narathura subfasciata Moore, 1881
  • Arhopala intaca Corbet, 1941
  • Narathura fulla santa Evans, 1957

আকার সম্পাদনা

ফিকে রাংচিতি এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৩৬-৩৮ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[৩]

উপপ্রজাতি সম্পাদনা

ফিকে রাংচিতি এর প্রজাতিগুলো হলো:

  • Arhopala fulla fulla
  • Arhopala fulla babsi Joicey & Talbot, 1917
  • Arhopala fulla canulia (Hewitson, 1869)
  • Arhopala fulla prasia Fruhstorfer, 1914
  • Arhopala fulla ignara Riley & Godfrey, 1921
  • Arhopala fulla andamanica (Wood-Mason & de Nicéville, 1881)
  • Arhopala fulla intaca Corbet, 1941
  • Arhopala fulla santa (Evans, 1957)

ভারতে প্রাপ্ত ফিকে রাংচিতি এর উপপ্রজাতি সম্পাদনা

ভারতে সাধারণত ফিকে রাংচিতি এর যে উপপ্রজাতি দেখা যায় তা হল:[৪]

  • Arhopala fulla ignara Riley & Godfrey, 1921 – Thai Spotless Oakblue
  • Arhopala fulla andamanica (Wood-Mason & de Nicéville, 1881) – Andaman Spotless Oakblue

বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে Arhopala fulla ignara এই উপপ্রজাতি তফ্‌সিল ২ এর তালিকার অন্তর্ভুক্ত।

বর্ণনা সম্পাদনা

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

পুরুষ সম্পাদনা

ডানার উপরিতল উজ্জ্বল এবং চকচকে নীলাভ বেগুনি এবং ডানার বাইরের দিকে অধিকতর বেগুনি। সামনের ডানার শীর্ষভাগ অ্যাপেক্স সূঁচালো অথবা তীক্ষ্ণ। উভয় ডানার কোস্টাল এবং টার্মিনাল মার্জিন (সীমারেখা) সরু এবং কালচে বাদামী। পিছনের ডানা গোলাকৃতি এবং লেজ বিহীন।

ডানার নিম্নতল ফ্যাকাশে কমলা-হলুদ এবং বাদামীর মিশ্রন। উভয় ডানার দাগ-ছোপ প্রায় নেই; শুধুমাত্র উভয় ডানাতে সরু অস্পষ্ট কালচে বাদামী পোস্ট-ডিসকাল এবং সাব-টার্মিনাল বন্ধনী এবং পিছনের ডানায় কয়েকটি খুব অস্পষ্ট বেসাল ছোপ এর উপস্থিতি লক্ষ্য করা যায়। পিছনের ডানায় লোব এবং টর্নাস অংশের সবজে আঁশ অনুপস্থিত।

স্ত্রী সম্পাদনা

ডানার উপরিতলের বর্ন-গাঢ় নীল এবং পুরুষ নমুনা অপেক্ষা ইষদ ফ্যাকাশে, কোস্টাল, এপিকাল এবং টার্মিনাল অংশ চওড়া ভাবে কালো অথবা কালচে খয়েরী বর্নের। ডানার নিম্নতল পুরুষ প্রকারের অনুরূপ।[৫]

আচরণ সম্পাদনা

দুর্লভ দর্শন এই প্রজাতিকে জঙ্গলের ছায়াচ্ছন্ন পরিবেশে দেখতে পাওয়া যায়। হিমালয় পর্বতের উষ্ণ উপত্যকা অঞ্চলে ৩০০মিটার উচ্চতা পর্যন্ত এদের বিচরন লক্ষ্য করা যায়। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এদের দর্শন মেলে।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Seitz, A., 1912-1927. Die Indo-Australien Tagfalter. Theclinae, Poritiinae, Hesperiidae. Grossschmetterlinge Erde 9: 799-1107, pls. 138-175
  2. Eliot, J. N. 1992. With plates by D'Abrera, in Corbet & Pendlebury. The Butterflies of the Malay Peninsula 4th Edn. Malayan Nature Society, Kuala Lumpur
  3. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা 287। আইএসবিএন 9789384678012 
  4. "Arhopala fulla (Hewitson, 1862) – Spotless Oakblue"Butterflies of India। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১ 
  5. Wynter-Blyth, Mark Alexander (১৯৫৭)। Butterflies of the Indian Region। Bombay, India: Bombay Natural History Society। পৃষ্ঠা 325। আইএসবিএন 978-8170192329 
  6. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 215। আইএসবিএন 978 019569620 2 

বহিঃসংযোগ সম্পাদনা