ফিওনা হল (রাজনীতিবিদ)

ব্রিটিশ রাজনীতিবিদ

ফিওনা জেন হল MBE ( জন্ম নাম Cutts ; জন্ম ১৫ জুলাই ১৯৫৫ সুইন্টন, ল্যাঙ্কাশায়ারে ) একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি উত্তর পূর্ব ইংল্যান্ডের ইউরোপীয় পার্লামেন্টের (MEP) সদস্য ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টে [১] লিবারেল ডেমোক্র্যাটদের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত হন এবং ২০০৯ সালে পুনরায় নির্বাচিত হন, ১৭% ভোট পেয়ে লেবার এবং কনজারভেটিভ প্রার্থীদের পিছনে তৃতীয় স্থানে আসেন, যে কোন ইউকে লিবারেল ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে সর্বোচ্চ।[২][৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "MEP is handed top role."Evening Gazette (Teesside)। ২১ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৩ 
  2. "Fiona Hall MEP"। Fionahall.org.uk। ২৬ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০০৯ 
  3. "European Election 2009: North East"BBC News। ৭ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ১০ জুন ২০০৯ 
  4. "Don't ignore the concerns of BNP voters, urges MEP"। The Northern Echo। ৯ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০০৯