ফাসট্রা টু
ফাসট্রা টু হল একটি ডেস্কটপ সুপারকম্পিউটার টি টোমোগ্রাফির জন্য নকশা করা হয়েছে।[১] এটা ২০০৯ সালে আসটরা(ASTRA or All Scale Tomographic Reconstruction Antwerp) আইবিবিটি(IBBT or Interdisciplinary institute for BroadBand Technology) এন্ট্র্বেপ বিশ্ববিদ্যালয় এর ভীষণ ল্যাবের গবেষণাকারি দল, বেলজিয়াম এর টন কম্পিউটার এর দোকান,আসুস, তাইওয়ান এর ইএসই বহুজাতিক কম্পিউটার পণ্য উৎপাদনকারি দের সাহায্যে ফাসট্রা ওয়ান স্বার্থকভাবে তৈরি করা হয় ২০০৮ সালে।
ফাসট্রা টু | |
---|---|
![]() ফাসট্রা টু এর উপ্রিভাগের চিত্র, সাতটি ভিডিও কার্ডের কার্য কর্ম দেখানো হচ্ছে। | |
সক্রিয় | গত ২০০৯ সালের কর্মকাণ্ড |
স্থাপত্য | ইন্টেল কোর আই সেভেন ৯২০ কোয়াড-কোর প্রসেসর, আসুস পি৬টি৭ ডাব্লিউ এস সুপারকম্পিউটার মাদারবোর্ড, ৬ ডুয়াল জিপিউ জিফোর্স জিটিএক্স২৯৫, একক সিজ্ঞেল -জিপিউ জিটিএক্স ২৭৫ |
পাওয়ার | থার্মালটেক: ১ টাফপাওয়ার ১৫০০ 1500 W, ৩ পাওয়ার এক্সপ্রেস , প্রত্যেক্টিতে ৪৫০ W e |
অপারেটিং সিস্টেম | সেন্ট ওএস ৫.৩ |
মেমরি | ২৪ জিবি |
স্টোরেজ | ১ টিবি |
গতি | ১২ টিএফএলওপিএস |
মূল্য | € ৬০০০ |
উদ্দেশ্য | টোমোগ্রাফি |
ওয়েবসাইট | http://fastra2.ua.ac.be/ |
ফাসট্রা টু ফাসট্রা ওয়ান থেকে বেশি দ্রুতি সম্পন্ন হিসেবে বিবেচিত,৫১২ কোর ক্লাস্টার যা এই কম্পিউটার কে কিছুটা দ্রুতি সম্পন্ন করেছে।[২] যাইহোক, কম্পিউটারের জিপিউ সংখ্যার কারণে কম্পিউটার সিস্টেম প্রাথমিকভাবে নানারকম সমস্যার সম্মুখীন হয়। যেমন রিবুট নিত না এবং ভিডিও কার্ডে অল্প যায়গার কারণে অতিগরম হয়ে উঠত।[২][৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Main page of the official Fastra II website"। Fastra2.ua.ac.be। ২৬ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১০।
- ↑ ক খ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Benchmarks
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Technical details
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি