ফার্নান্দো লুইজ রোজা
ফার্নান্দো লুইজ রোজা (জন্ম: ৪ মে, ১৯৮৫) লন্দ্রিনায় জন্মগ্রহণকারী ব্রাজিলের পেশাদার ফুটবলার। সচরাচর তিনি ফার্নান্দিনহো (ব্রাজিলীয় পর্তুগিজ: [feʁnɐ̃ˈdʒĩj̃u] নামেই সমধিক পরিচিত; যার অর্থ হচ্ছে ক্ষুদে ফার্নান্দো। ব্রাজিল জাতীয় ফুটবল দলে খেলার পাশাপাশি ইংরেজ ক্লাব ম্যানচেস্টার সিটি’র হয়ে খেলছেন। তিনি মূলতঃ মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে পরিচিত। শান্ত মেজাজের অধিকারী ফার্নান্দো তার দীর্ঘ দূরত্বের শটের জন্য ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন। তাকে রক্ষণাত্মক মধ্য মাঠের খেলোয়াড়রূপে মনে করা হয়। শক্তিশালী শট, চমৎকার বল পাস করা, ব্যাপকভাবে রক্ষণাত্মক ভঙ্গীমায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিপক্ষের আক্রমণ ভেঙ্গে দিয়ে গোল করার সুযোগ সৃষ্টি করে জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন।[২]
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফার্নান্দো লুইজ রোজা[১] | ||
জন্ম | ৪ মে ১৯৮৫ | ||
জন্ম স্থান | লন্দ্রিনা, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৭৬ মি (৫ ফু ৯ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার সিটি | ||
জার্সি নম্বর | ২৫ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০২-২০০৫ | অ্যাটলেটিকো পারানেইন্স | ৭২ | (১৪) |
২০০৫-২০১৩ | শাখতার দন্তেস্ক | ১৮৪ | (৩১) |
২০১৩– | ম্যানচেস্টার সিটি | ১৬৮ | (১৭) |
জাতীয় দল‡ | |||
২০১১– | ব্রাজিল | ৪৯ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩ জুন, ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩ জুন, ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক। |
খেলোয়াড়ী জীবন
সম্পাদনাব্রাজিলীয় ক্লাব অ্যাটলেটিকো পারানেইন্স ক্লাবের মাধ্যমে ফুটবল খেলা শুরু করেন। এরপর ২০০৫ সালে শাখতার দন্তেস্ক ফুটবল ক্লাবে স্থানান্তরিত হন। ইউক্রেন প্রিমিয়ার লিগে ঐ দলের হয়ে তিনি প্রথমবারের মতো সেরা বিদেশী খেলোয়াড়ের মর্যাদা পান।[৩] শাখতার ক্লাবকে তিনি ছয়বার ইউক্রেন প্রিমিয়ার লিগের শিরোপা, চারবার ইউক্রেনিয়ান কাপ ও ২০০৮-০৯ মৌসুমে একবার উয়েফা কাপ জয়ে সহায়তা করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Barclays Premier League Squad Numbers 2013/14"। Premier League। ১৬ আগস্ট ২০১৩। ২৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৩।
- ↑ "FC Shakhtar Donetsk: The Brazilian Colony"। Bleacher Report। সংগ্রহের তারিখ ২ মে ২০১২।
- ↑ bigmir)net। "Главная"। man.tochka.net।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট
- এফসি শাখতার ডোনেৎস্কে ফার্নান্দিনয়ো
- সকারবেসে ফার্নান্দো লুইজ রোজা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ফার্নান্দো লুইজ রোজা (ইংরেজি)