ফার্নান্দো টোরেস গ্রাসিয়ানো

মেক্সিকীয় রাজনীতিবিদ

ফার্নান্দো টোরেস গ্রাসিয়ানো (জন্মঃ ২৭ আগস্ট ১৯৭০) মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশের লিয়নে জন্মগ্রহণকারী রাজনীতিবিদ। তিনি ন্যাশনাল অ্যাকশন পার্টির সাথে যুক্ত। তিনি ২০১২ হতে ২০১৫ সাল পর্যন্ত মেক্সিকোর কংগ্রেসের ৬২তম আইনসভার উচ্চকক্ষে সিনেটর হিসাবে গুয়ানাহুয়াতো রাজ্যের প্রতিনিধিত্ব করছেন।[১]

ফার্নান্দো টোরেস গ্রাসিয়ানো
জন্ম (1970-08-27) ২৭ আগস্ট ১৯৭০ (বয়স ৫৩)
পেশারাজনীতিবিদ
রাজনৈতিক দলন্যাশনাল অ্যাকশন পার্টি

শিক্ষা জীবন সম্পাদনা

ফার্নান্দো টোরেস গ্রাসিয়ানো ডি লা সালে বাহাও বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক, ইউনিভার্সিদাদ আইবেরোমেরিকানা থেকে সাংবিধানিক আইনে স্নাতকোত্তর এবং মেক্সিকোর জাতীয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় হতে 'এমপারো' এবং সালামাঙ্কা বিশ্ববিদ্যালয় হতে সংবিধানিক আইনে স্নাতকোত্তর পরবর্তী ডিগ্রি অর্জন করেন।[১]

রাজনৈতিক কর্মকাণ্ড সম্পাদনা

ফার্নান্দো টোরেস গ্রাসিয়ানো মেক্সিকোর আইনসভার উচ্চকক্ষে সিনেটর নির্বাচিত হওয়ার আগে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত গুয়ানাহুয়াতো রাজ্যের ৫৯তম কংগ্রেসের উপনেতা ছিলেন। ২০১২ থেকে ২০১৮ সময়কালে তিনি সিনেটরের দায়িত্বপালনের পাশাপাশি মেক্সিকোর জাতীয় নিরাপত্তা কমিশনের সভাপতি এবং বিধানিক আইনপাঠ কমিশনে সচিবের দায়িত্ব পালন করেছিলেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Perfil del legislador"। Legislative Information system। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৩