ফারওয়ারদিন
সৌর হিজরি পঞ্জিকার প্রথম মাস
ফারওয়ারদিন (ফার্সি: فروردین, ফার্সি উচ্চারণ: [fæɾvæɾˈdiːn][১]) হল সৌর হিজরী পঞ্জিকার প্রথম মাস। এটি ইরানের সরকারী পঞ্জিকা। এই মাসে একত্রিশ দিন রয়েছে। এটি বসন্ত ঋতু (বাহার) প্রথম মাস। এর পরের মাস হল অর্দিবেহেশ্ত।
প্রতি চার বছরের মধ্যে তিন বছরই, এই মাসটি গ্রেগরীয় পঞ্জিকার ২১ মার্চে শুরু হয় ও ২০ এপ্রিল শেষ হয়।
ঘটনাবলীসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Months and Seasons - Persian Vocabulary"। ২০১৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৭, ২০১৪।