ফাতিমা তোগবে, যার পুরো নাম কিকে ফাতিমা তোগবে-ওলোরি, তিনি হায়াতি কমিউনিকেশনস গ্রুপের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক, একটি মিডিয়া এবং বিনোদন সংস্থা যা প্রাথমিকভাবে পশ্চিম আফ্রিকা জুড়ে মুসলিম মহিলাদের জীবনকে উন্নত এবং ক্ষমতায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে। [১] [২] তিনি ২০১২ সালে হায়াতি ম্যাগাজিন, ২০১৫ সালে হায়াতি খুচরা, জুলাই ২০১৭ সালে হায়াতি ফ্যাশন উইক এবং অক্টোবর ২০১৭ সালে হায়াতি ম্যাগাজিন ফ্রাঙ্কাইস চালু করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "5 Minutes with Fatima Togbe"। ৩১ মে ২০১৬। ৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  2. "Don't just mind the gap, fill it: Fatima Togbe, a woman taking initiative with Hayati Magazine"। ২ সেপ্টেম্বর ২০১৭। ৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩