ফরিদা জামান

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী

ফরিদা জামান একজন বাংলাদেশি চিত্রশিল্পী। চারুকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।[]

ফরিদা জামান
জন্ম১৯৫৩
জাতীয়তাবাংলাদেশি
পরিচিতির কারণচিত্রশিল্পী
পুরস্কারএকুশে পদক (২০২০)

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ফরিদা জামান ১৯৫৩ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন।[] ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৭৮ সালে ভারতের বরোদাতে অবস্থিত মহারাজা সাজিরাও বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক।[]

প্রদর্শনী ও সম্মাননা

সম্পাদনা

বাংলাদেশ ও দেশের বাইরে ফরিদা জামানের ৮টি একক প্রদর্শনী এবং ৫০টির বেশি যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৪র্থ নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে তিনি সব বিভাগে ‘নবীন শিল্পী পুরস্কার’ লাভ করেছিলেন।[] ১৯৮৩ সালে ভারতের দিল্লিতে আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে তিনি সম্মামনা লাভ করেন।[] ১৯৮৫ সালে অস্ট্রেলিয়া সরকার তাকে সাংস্কৃতিক পদক প্রদান করে। ২০০৯ সালে তিনি মহিলা পরিষদ পুরস্কার লাভ করেন।[] ২০২০ সালে চারুকলা বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হন।

তার একক প্রদর্শনীসমূহ হলো[][]:

  • চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৯)
  • চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৮৩)
  • ডিভাইন আর্ট গ্যালারি (১৯৯৫)
  • চিত্রক আর্ট গ্যালারি (২০০২)
  • মাই কান্ট্রি, মাই লাভ- বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস (২০০৬)
  • রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টার, কলকাতা (২০১০)
  • বাউন্ড টু দ্য সয়েল, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস (২০১৩)
  • বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনশালা (২০১৯)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি চিকিৎসা বিজ্ঞানী ডা. সায়েবা"যুগান্তর। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "Farida Zaman"Bengal Foundation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "জাল ও জলের স্বরলিপি"প্রথম আলো। ২০২০-০২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "চিত্রশিল্পী ফরিদা জামান"মাছরাঙ্গা টেলিভিশন (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০ 
  5. "ফরিদার ছবি ভালোবাসেন মুস্তাফা মনোয়ার"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা