ফরাজিকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা

ফরাজিকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা চাঁদপুর জেলার প্রাচীণ একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। যা চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার অন্তর্ভুক্ত ফরাজিকান্দি ইউনিয়ন এর ফরাজিকান্দি গ্রামে অবস্থিত।[১] এই মাদ্রাসাটি ১৯৪৯ সালে বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব ইমামুত্ব ত্বরিকত আল্লামা শায়খ সায়্যিদ মোহাম্মদ বোরহান উদ্দিন উয়েসী (রাঃ) কর্তৃক প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য যে উনি হয়রত উয়েস আল ক্বারণি (রাঃ) স্নেহধন্য হয়ে উয়েসীয়া ত্বরিকা লাভ করেন। ইমামুত্ব ত্বরিক্বত আল্লামা শায়খ সায়্যিদ মোহাম্মদ বোরহান উদ্দিন উয়েসী (রাঃ) উয়েসীয়া ত্বরিকার প্রচারক ছিলেন। উক্ত ত্বরিকার নামানুসারে অত্র প্রতিষ্ঠানের নাম উয়েসীয়া রাখা হয়।

ফরাজিকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা
ফরাজিকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা
ধরনকামিল মাদ্রাসা
স্থাপিত১৯৪৯ সাল
অবস্থান
চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলার অন্তর্ভুক্ত ফরাজিকান্দি ইউনিয়ন এর ফরাজিকান্দি গ্রামে অবস্থিত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "FARAZIKANDI OWASIA KAMIL MADRASAH"। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২