ফকর উন নিসা খোখার

পাকিস্তানী রাজনীতিবিদ

ফকর উন নিসা খোখার (উর্দু: فخرانسا کھوکر‎‎) একজন পাকিস্তানি রাজনীতিবিদ ও নারী সাংসদ। তিনি ২০০৮-২০১৩ পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

ফখর উনি নিসা
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য
কাজের মেয়াদ
২০০৮ – ২০১৩
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাপাকিস্তানি

২০০৮ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে, পাঞ্জাব থেকে নারীদের জন্য সংরক্ষিত একটি আসনে পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী হিসেবে, তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Six PPP MNAs-elect quit PA seats"DAWN.COM। ১৫ মার্চ ২০০৮। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৭ 
  2. Khan, Iftikhar A. (৭ মার্চ ২০০৮)। "Three major parties short of two-thirds majority"DAWN.COM। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৭ 
  3. "Non-compliance: 212 lawmakers yet to prove they are not dual nationals - The Express Tribune"The Express Tribune। ১০ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৭