নেপথ্য সঙ্গীতশিল্পী

একজন গায়ক/গায়িকা যাঁর গান চলচ্চিত্রে ব্যবহারের জন্য পূর্বে রেকর্ড করে রাখা হয়
(প্লেব্যাক গায়ক থেকে পুনর্নির্দেশিত)

নেপথ্য সঙ্গীতশিল্পী—যেমনটি দক্ষিণ এশীয় চলচ্চিত্রে বলা হয়, অথবা ঘোস্ট গায়ক—যেমনটি পশ্চিমা চলচ্চিত্রে পরিচিত, হলেন এমন একজন গায়ক যার গান চলচ্চিত্রে ব্যবহারের জন্য পূর্ব-রেকর্ডকৃত হয়ে থাকে এবং পরে ব্যবহৃত হয়। অর্থাৎ যারা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। সাধারণত চলচ্চিত্রে ব্যবহৃত গান বা সাউন্ডট্র্যাকের জন্যে নেপথ্য গায়কের গান রেকর্ড করা হয়ে থাকে এবং অভিনয়শিল্পীরা তার সাথে ঠোঁট মেলান। এক্ষেত্রে চলচ্চিত্রের পর্দায় প্রকৃত গায়ক প্রদর্শিত হয় না।[]

দক্ষিণ এশিয়া

সম্পাদনা
 
ভারতীয় প্লেব্যাক গায়িকা লতা মঙ্গেশকর হাজার-হাজার গান রেকর্ড করেছেন

দক্ষিণ এশীয় চলচ্চিত্রে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে নির্মিত চলচ্চিত্রে, নেপথ্য পদ্ধতি বহুলভাবে ব্যবহৃত হয়। ভারতীয় চলচ্চিত্র এবং পাকিস্তানি চলচ্চিত্রের অধিকাংশেই সাধারণত ছয় বা সাতটি গান অন্তর্ভুক্ত থাকে। ১৯৩১ সালে মুক্তিপ্রাপ্ত আলম আরা, যা ছিল ভারতের প্রথম সবাক চলচ্চিত্র, তার পর বহু বছর ধরে গায়কেরা একবার শুটিংয়ের সময় গান রেকর্ড করতেন এবং পরে স্টুডিওতে আলাদা করে আবার রেকর্ডিং করতেন—এই পদ্ধতি চালু ছিল ১৯৫২ বা ১৯৫৩ সাল পর্যন্ত।

ভারতে জনপ্রিয় নেপথ্য সঙ্গীতশিল্পীরা প্রায়ই জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত পরিচালকদের সমান মর্যাদা পান[][][] এবং জনগণের বিপুল শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন। অধিকাংশ প্লেব্যাক গায়ক প্রাথমিকভাবে ধ্রুপদি সঙ্গীতে প্রশিক্ষিত থাকলেও পরবর্তীতে তারা নিজেদের গানের ধরন ও পরিসর বিস্তৃত করে তোলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নেপথ্য গায়ক"। অক্সফোর্ড ইংরেজি অভিধান। যুক্তরাজ্য: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। ১৯৮৯। আইএসবিএন 978-0-19-861186-8। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৪ 
  2. Wolk, Douglas (এপ্রিল ১৯৯৯)। "Kill Your Radio: Music on The 'Net"। CMJ New Music (Electro Media): 61। 
  3. D. Booth, Gregory (২০০৮)। Behind the curtain: making music in Mumbai's film studios। OUP USA। পৃষ্ঠা 275–276আইএসবিএন 978-0-19-532764-9 
  4. Srinivasan, Meera (২৭ ফেব্রুয়ারি ২০০৯)। "Fans spend a sleepless night"The Hindu। ১ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০০৯ 
  5. Rajamani, Radhika (১৭ ফেব্রুয়ারি ২০০৩)। "Realising a dream"The Hindu। ১ জুলাই ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০০৯