প্লেটোর অ্যাকাডেমি

(প্লেটোর একাডেমী থেকে পুনর্নির্দেশিত)

প্লেটোর অ্যাকাডেমি বা অ্যাকাডেমি ছিল প্রাচীন গ্রিসে অবস্থিত দার্শনিক আলোচনার অন্যতম একটি প্রতিষ্ঠান। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বা শিক্ষা কেন্দ্র হলো অ্যাকাডেমি। গ্রিসের রাজধানী অ্যাথেন্সের আকাদেমুস নামক বাগানে, যেখানে গ্রিক দেব-দেবীর উদ্দেশ্যে পশু উৎসর্গ করা হতো, সেখানে আনুমানিক খ্রিষ্টপূর্ব ৩৮৫ সালে দার্শনিক প্লেটো এটি প্রতিষ্ঠা করেন। প্রাচীন গ্রিক দর্শনের পাদপীঠ অ্যাকাডেমিকে বাইজেন্টীয় সম্রাট জাস্টিনিয়ান ৫২৩ সালে বন্ধ করে দেন। পরবর্তীকালে প্রায়শঃই এই সালকে প্রাচীনকালের সমাপ্তি বলে উল্লেখ করা হয়।

পম্পেইয়ে টি. সিমিনিয়াস স্টেফানাসের ভিলায় প্লেটোর একাডেমি মোজাইক ।

বহিঃসংযোগ সম্পাদনা