প্রোমা হাইপারমার্কেট
প্রোমা হাইপারমার্কেট একটি ইরানি সুপারমার্কেট চেইন হিসাবে ইরানের মাশহাদ, তেহরান এবং কাজভিন সহ তিনটি শহরে চালু হয়েছে। মাশহাদের প্রোমা হাইপারমার্কেট হল একটি ৪২০,০০০ মিটার২ কমপ্লেক্স যা জানবাজ স্কোয়ার, মাশহাদ, ইরানের কাছে অবস্থিত একটি শপিং মল নিয়ে গঠিত। এর সাড়ে চার তলায় প্রায় ৪৩০টি দোকান রয়েছে।
বহিঃসংযোগ
সম্পাদনা- সরকারী ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ মে ২০১৬ তারিখে