প্রাচীন ভারতে প্রাণদণ্ডের নিয়মকানুন

প্রাচীন হিন্দুরাজ্যে প্রাণদণ্ডের অপরাধীদের চারভাবে প্রাণদণ্ড হত।

নিয়ম সম্পাদনা

প্রথম, শ্মশানে নিয়ে কালীদেবীর সামনে বলিদান ; দ্বিতীয়, শূলে দেওয়া; তৃতীয়, হাত-পা বেঁধে অগ্নিকুণ্ডে নিক্ষেপ; চতুর্থ, জ্যান্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা। অতি সম্ভ্রান্তবংশীয় অপরাধীদের প্রথম উপায়ে প্রাণদণ্ড হত। আর মহাব্যাধিযুক্ত অপরাধীদের চতুর্থ উপায়ে প্রাণদণ্ড হত।

রোমথা সম্পাদনা

প্রথম ও চতুর্থ উপায়ে দণ্ডিত রোমথা হত না। দ্বিতীয় ও তৃতীয় প্রকারের অপরাধীদের মধ্যে যাদের সবল ও সুস্থ দেহ দেখাত, চিকিৎসকরা তাদের রাজার কাছে নিয়ে গিয়ে 'রোমথা' করতেন। এদের কপালে উল্কি দ্বারা 'রোমথা' শব্দটি চিরস্থায়ীভাবে লিখে দেওয়া হত। রোমথাদের দেহ ও প্রাণ কবিরাজের সম্পূর্ণ স্বেচ্ছাধীন ছিল। ওষুধের গুণাগুণ পরীক্ষার জন্য কবিরাজরা তাদের দেহ ব্যবহার করতেন।

তথ্যসূত্র সম্পাদনা

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  1. বাঙ্গালার সামাজিক ইতিহাস, দুর্গাচন্দ্র সান্যাল, মডেল পাবলিসিং হাউস, ISBN 81-7616-067-9.