প্রসেনজিৎ দত্ত (Prasenjit Dutta, জন্ম:১৯৮১) একজন ভারতীয় বাঙালি দাবা খেলোয়াড় এবং প্রশিক্ষক (কোচ)।[১] তিনি ত্রিপুরার বাসিন্দা। তিনি স্বনামধন্য "ম্যাট্রিক্স চেস একাডেমী"-এর প্রতিষ্ঠাতা।[২] তিনি বহু সফল দাবাড়ুর প্রশিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তাঁর বহু ছাত্রছাত্রী জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সফল হয়েছেন।

সম্মাননা সম্পাদনা

  • তিনি ত্রিপুরার একমাত্র ব্যক্তি যিনি ২০০৮ সালে ফিদে কর্তৃক মর্যাদাপূর্ণ "ফিডে মাস্টার"[১][৩] উপাধি পেয়েছেন।
  • তিনি ২০১৭ সালে ভারতীয় জাতীয় দাবা দলের কোচ নির্বাচিত হন।[৩]
  • তিনি ২০২০ সালে ভারতীয় দাবা ফেডারেশন কর্তৃক দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনীত হন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. কমনওয়েলথ দাবা ভারতীয় দলের কোচ প্রসেনজিৎ, ২ নভেম্বর ২০২২, দৈনিক সংবাদ (ভারত)
  2. "Delhi makes winning moves, emerges as new chess hub"Hindustan Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-০২ 
  3. "Fide Master Prasenjit Datta elected for National Coach | Tripuraindia"https://www.tripuraindia.in/update/index/fide-master-prasenjit-datta-elected-for-national-coach (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-০২  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  4. "Rani Rampal, Manika in the race for Khel Ratna"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২২-১১-০২ 

বহিঃসংযোগ সম্পাদনা