প্রসন্নময়ী কালীমন্দির, গোবরডাঙ্গা

গোবরডাঙ্গায় অবস্থিত মন্দির

প্রসন্নময়ী কালীমন্দির পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা শহরের একটি বিখ্যাত কালী মন্দির

বিবরণ সম্পাদনা

১২২৯ বঙ্গাব্দে কালীপ্রসন্ন মুখোপাধ্যায় দক্ষিণমুখী প্রসন্নময়ী কালীমন্দির প্রতিষ্ঠা করেন। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদীর ওপর আড়াই ফুট উচ্চ কষ্টিপাথরে নির্মিত কালীবিগ্রহ অবস্থিত। কালীবিগ্রহের পদতলে শ্বেতপাথরে নির্মিত শায়িত শিব মূর্তি অবস্থিত।[১]:৮৯

তথ্যসূত্র সম্পাদনা

  1. তিন তীর্থে, শিবশঙ্কর ভারতী, সাহিত্যম্‌, ১৮বি, শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ- ১৮ই জানুয়ারী, ২০০১