প্রভানলিনী ভাণ্ডারী

বিপ্লবী নারী।

প্রভানলিনী ভাণ্ডারী (১৯০৯ - ১ জানুয়ারি ১৯৭৬) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা।

প্রভানলিনী ভাণ্ডারী
জন্ম১৯০৯
মৃত্যু১ জানুয়ারি ১৯৭৬
(বর্তমান ভারত ভারত)
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 ভারত
পেশারাজনীতিবিদ
কর্মজীবন১৯৩০ সাল লবণ আইন আন্দোলন
১৯৩২ সাল আইন-অমান্য আন্দোলন
১৯৪২ সাল ভারত ছাড়ো আন্দোলন
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
দাম্পত্য সঙ্গীচারুচন্দ্র ভাণ্ডারী
পিতা-মাতা
  • হেমচন্দ্র হালদার (পিতা)
  • মোহিনী দেবী (মাতা)

জন্ম ও পরিবার সম্পাদনা

প্রভানলিনী ভাণ্ডারী ১৯০৯ সালে চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হেমচন্দ্র হালদার ও মাতার নাম মোহিনী দেবী। স্বামীর আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন। চারুচন্দ্র ভাণ্ডারী সাথে বিবাহ হয়। উনার মা ছিলেন কংগ্রেস কর্মী।[১]

রাজনৈতিক জীবন সম্পাদনা

প্রভানলিনী ভাণ্ডারী পরিবার রাজনৈতিক পরিবার। ১৯৩০ সালে 'লবণ আইন আন্দোলন' করেন। ১৯৩২ সালে 'আইন-অমান্য আন্দোলন' এ যোগ দেন এবং তিন মাসের জেল হয়। ১৯৩৩ সালে আবার তিন মাসের জেল হয়। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়ায় সাতমাসের জেল হয়।[১]

মৃত্যু সম্পাদনা

প্রভানলিনী ভাণ্ডারী ১ জানুয়ারি ১৯৭৬ মারা যান।

তথ্যসূত্র সম্পাদনা

  1. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ১৯৭। আইএসবিএন 978-81-85459-82-0