একটি কাল্পনিক ব্যাংকের চলতি হিসাব বিবরণীর উদাহরণ।

  • ... ব্যাংক বিবরণী হল নির্দিষ্ট সময়ের মধ্যে কোন বেক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে সঙ্ঘটিত আর্থিক লেনদেনসমুহের অফিসিয়াল সংক্ষিপ্ত বিবরণী?
  • ... ব্যাংক কোড হল কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নির্ধারিত এবং এর সকল নিবন্ধিত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহকে প্রদত্ত একধরনের কোড যেটি ব্যাংক ও সংশ্লিষ্ট শাখা চিহ্নিত করতে সহায়তা করে?
  • ... ব্যাংক হার বা ডিসকাউন্ট হার হল সেই সুদ হার যে হারে কেন্দ্রীয় ব্যাংক তফসিলি বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণ দেয়?
  • ... আমানত বলতে নগদ অর্থ বা নগদ সমতুল্য কোন মূল্যবান সম্পদকে বুঝায় যা আমানতকারী কর্তৃক কোনো প্রতিষ্ঠান সাধারণত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে গচ্ছিত রাখা হয়?