জাতীয় সংসদ ভবনবাংলাদেশেরজাতীয় সংসদের প্রধান ভবন। এটি ঢাকার শেরে-বাংলা নগর এলাকায় অবস্থিত। প্রখ্যাত মার্কিন স্থপতি লুই কান এটির মূল স্থপতি। বাংলাদেশে এখন পর্যন্ত অনুষ্ঠিত আটটি সংসদ নির্বাচনের মধ্যে প্রথম ও দ্বিতীয় নির্বাচনের পর গঠিত সংসদের অধিবেশনগুলি অনুষ্ঠিত হয় পুরনো সংসদ ভবনে, যা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে।
জাতীয় সংসদ ভবনবাংলাদেশেরজাতীয় সংসদের প্রধান ভবন। এটি ঢাকার শেরে-বাংলা নগর এলাকায় অবস্থিত। প্রখ্যাত মার্কিন স্থপতি লুই কান এটির মূল স্থপতি। বাংলাদেশে এখন পর্যন্ত অনুষ্ঠিত আটটি সংসদ নির্বাচনের মধ্যে প্রথম ও দ্বিতীয় নির্বাচনের পর গঠিত সংসদের অধিবেশনগুলি অনুষ্ঠিত হয় পুরনো সংসদ ভবনে, যা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে।
সেন্ট পল্স ক্যাথিড্রাল (ইংরেজি: St. Paul's Cathedral) ভারতেরকলকাতা শহরের প্রাচীন একটি গির্জা। ভিক্টোরিয়া মেমোরিয়াল, নন্দন-রবীন্দ্র সদন কমপ্লেক্স ও বিরলা প্ল্যানেটারিয়ামের পাশেই অবস্থিত এটি শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান। ইন্দো-গথিক ধাঁচের ভবনটি নকশা করেন বেঙ্গল ইঞ্জিনিয়ারিংস-এর মেজর উইলিয়াম নেইম ফর্ব্স।
যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতুবাংলাদেশেরযমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১৩তম এবং দক্ষিণ এশিয়ার ৫ম দীর্ঘতম সেতু।