প্রবীন হরিশ জান্তে মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টির একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি মায়েম আসন থেকে ২০১৭ গোয়া বিধানসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির টিকেটে গোয়া বিধানসভায় নির্বাচিত হন। [১][২][৩] ২০২২ সালের গোয়া বিধানসভা নির্বাচনের আগে, তিনি বিধানসভা এবং বিজেপি থেকে পদত্যাগ করেন এবং এমজিপিতে যোগ দেন। [৪]

তার পিতা, হরিশ জান্তে, একজন মারাঠি অভিবাসী ছিলেন, যিনি গোয়া বিধানসভার সদস্যের পাশাপাশি লোকসভার সদস্যও ছিলেন। [৫][৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. MEMBERSHIP OF THE LEGISLATIVE ASSEMBLY OF THE STATE OF GOA
  2. My Neta
  3. Mayem locals want weak bridge closed
  4. "In 7 Hours, Goa BJP Minister, MLA Quit Party Weeks Ahead Of Elections"NDTV.com। সংগ্রহের তারিখ ২০২২-০১-১১ 
  5. "Goa Legislative Assembly"। ১৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ 
  6. "Ex-North Goa MP Harish Zantye passes away at 86"Navhind Times। ২১ মার্চ ২০২১।