প্রফেসর চ্যালেঞ্জার

জর্জ এডওয়ার্ড চ্যালেঞ্জার (ইংরেজি: George Edward Challenger) হচ্ছেন স্যার আর্থার কোনান ডয়েল রচিত একটি ফ্যান্টাসিবৈজ্ঞানিক কল্পকাহিনী সিরিজের গল্পসমূহের প্রধান কাল্পনিক চরিত্র। কোনান ডয়েলের আত্ম-নিয়ন্ত্রিত, বিশ্লেষণধর্মী চরিত্র শার্লক হোমসের সম্পূর্ণ বিপরীতধর্মী চরিত্র প্রফেসর চ্যালেঞ্জার হলেন আক্রমণাত্মক, উগ্র স্বভাবের, কর্তৃত্ব প্রতিষ্ঠাকারী ব্যক্তিত্ব।

প্রফেসর চ্যালেঞ্জার
দ্য লস্ট ওয়ার্ল্ড চরিত্র
প্রফেসর চ্যালেঞ্জারের বসে থাকা ভঙ্গির চিত্রটি অঙ্কন করেছেন হ্যারি রাউট্রি, আর্থার কোনান ডয়েলের উপন্যাসিকা দ্য পয়জন বেল্ট থেকে।
স্রষ্টাআর্থার কোনান ডয়েল
লিঙ্গপুরুষ
জাতীয়তাব্রিটিশ

শার্লক হোমসের মতো প্রফেসর চ্যালেঞ্জার চরিত্রটিও বাস্তব মানুষদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে— এক্ষেত্রে কোনান ডয়েলের বন্ধু পার্সি ফউসেট নামের একজন অনুসন্ধানকারী এবং উইলিয়াম রাদারফোর্ড নামের একজন শারীরতত্ত্বের অধ্যাপক, যিনি এডিনবরা বিশ্ববিদ্যালয়ে কোনান ডয়েলের চিকিৎসাশাস্ত্র অধ্যয়নকালীন সময়ে লেকচার দিতেন।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. pxxiii in the Oxford ed of The Lost World. William Rutherford (1839–1899), holder of the Edinburgh Chair of Physiology from 1874.
  2. Arthur Conan Doyle 1930. Memories and adventures. Murray, London 1930. p32

বহিঃসংযোগ সম্পাদনা