প্রথম তাহমাস্প

সাফাভীয় পারস্যের দ্বিতীয় শাহেনশাহ্

প্রথম তাহমাস্প (২২শে ফেব্রুয়ারী ১৫১৪ খ্রি. – ১৪ই মে ১৫৭৬ খ্রি.) ছিলেন সাফাভীয় পারস্যের দ্বিতীয় শাহেনশাহ্ যিনি ১৫২৪ খ্রিষ্টাব্দ থেকে ১৫৭৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত ইরান শাসন করেন।

প্রথম তাহমাস্প
Tahmasp I.png
ফারুখ বেগের দ্বারা আঁকা প্রথম তাহমাস্পের প্রতিকৃতি
ইরানের শাহেনশাহ্‌
রাজত্ব২৩ মে ১৫২৪ – ১৪ মে ১৫৭৬
রাজ্যাভিষেক২ জুন ১৫২৪
পূর্বসূরিপ্রথম ইসমাইল
উত্তরসূরিদ্বিতীয় ইসমাইল
রাজপ্রতিভূ
তালিকা
  • দিভ সুলতান রুমলু
  • কোপেক সুলতান
  • চুহা সুলতান
  • হোসেন খান
জন্ম(১৫১৪-০২-২২)২২ ফেব্রুয়ারি ১৫১৪
শাহাবাদ, ইসফাহান, সাফাভীয় পারস্য
মৃত্যু১৪ মে ১৫৭৬(1576-05-14) (বয়স ৬২)
কাজউইন, সাফাভীয় পারস্য
দাম্পত্য সঙ্গীঅনেকজন, তাঁদের মধ্যে:
সুলতানুম বেগম
সুলতান আগা খানম
বংশধর
তালিকা
  • মোহাম্মদ খোদাবান্দা, ইরানের শাহেনশাহ্‌
  • দ্বিতীয় ইসমাইল, ইরানের শাহেনশাহ্‌
  • বড় মুরাদ মীর্জা (মৃত ১৫৪৫ খ্রি.)
  • সুলাইমান মীর্জা
  • হায়দার মীর্জা
  • মুস্তাফা মীর্জা
  • জুনায়েদ মীর্জা
  • মাহমুদ মীর্জা
  • ইমাম কোলি মীর্জা
  • আলী মীর্জা
  • আহমদ মীর্জা
  • ছোট মুরাদ মীর্জা (মৃত ১৫৭৭ খ্রি.)
  • জয়েন আল-আবেদিন মীর্জা
  • মুসা মীর্জা
  • গৌহার সুলতান বেগম
  • পরি খান খানম
  • জয়নাব বেগম
  • মরিয়ম বেগম
  • শাহরবানু খানম
  • খাদিজা বেগম
  • ফাতিমা সুলতান খানম
  • খানিশ বেগম
পূর্ণ নাম
আবুল-ফাতহ্‌ তাহমাস্প (ফার্সি: ابوالفتح تهماسب‎‎)
রাজবংশসাফাভীয় শাহীবংশ
পিতাপ্রথম ইসমাইল
মাতাতাজলু খানম
ধর্মইসনা আশারিয়া
মোহরপ্রথম তাহমাস্প স্বাক্ষর

তথ্যসূত্রসম্পাদনা