প্রত্নবস্তু (প্রত্নতত্ত্ব)

প্রত্নবস্তু হচ্ছে মানুষের দ্বারা ব্যবহৃত বা প্রভাবিত কোন জিনিস। প্রত্নতত্ত্বে প্রত্নবস্তু শব্দটি বহুল ব্যবহৃত একটি শব্দ।

মাইসেনিয়ান জার, (সিরিয়া, ১৪০০-১৩০০ বিসি)

প্রত্নতত্ত্বে প্রত্নবস্তু শব্দটি একটি সাধারন টার্ম। যাদুঘরবিদ্যায় যেটাকে অবজেক্ট বলা হয় সেটাই আসলে প্রত্নবস্তু যেটাকে শিল্প ইতিহাসে আর্টওয়ার্ক বলা হয়।

বিভিন্ন পৃথক বিষয়ে প্রত্নবস্তুর অস্তিত্ব বিদ্যমান এবং মাঝেমধ্যে এটির সাথে আমরা ইকোফ্যাক্ট এবং ফিচারকে গোলমেলিয়ে ফেলি। উপরোক্ত তিনটিকে মাঝেমধ্যেই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্হানে একসাথে পাওয়া যায়।

২য় শতকের কৃষ্ণ সাগরীয় অঞ্চলের একটি স্বর্ণের কন্ঠহার ও মাদুলি।