প্রতিমা (১৯৪৫-এর চলচ্চিত্র)
প্রতিমা ১৯৪৫ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র, যা পাইদি জয়রাজ পরিচালিত। ছবিটি বোম্বাই টকিজ প্রযোজনা করেছিলেন এবং পি জয়রাজের অভিষেক চলচ্চিত্র। [১] ছবিতে অভিনয় করেছেন দিলীপ কুমার, স্বরণ লতা, মমতাজ আলী, শাহ নেওয়াজ এবং মুকরি । আগের বছর রতন (১৯৪৪) চলচ্চিত্রে বড় সাফল্যের পরে স্বর্ণ লতাকে এই চলচ্চিত্রে নেয়া হয়েছিল। মুকরিকে এই চলচ্চিত্রে নিয়েছিলেন দেবিকা রানী, তাঁর মতে "ওর হাসি এবং অফ স্ক্রিন উৎসাহ পছন্দ করার মত"। [২] সংগীত পরিচালনা করেছেন অরুণ কুমার মুখোপাধ্যায় এবং গীতিকার ছিলেন নরেন্দ্র শর্মা । [৩]
প্রতিমা | |
---|---|
![]() চলচ্চিত্র পোস্টার | |
পরিচালক | পাইদি জয়রাজ |
প্রযোজক | বোম্বাই টকিজ |
শ্রেষ্ঠাংশে | দিলীপ কুমার স্বর্ণলতা মমতাজ আলী শাহ নওয়াজ |
সুরকার | অরুণ কুমার মুখোপাধ্যায় |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Pratima (1945)"। gomolo.com। Gomolo.com। ১০ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২০।
- ↑ Narwekar, Sanjit (২০০৫)। Eena Meena Deeka: The Story of Hindi Film Comedy। Rupa Publications। পৃষ্ঠা 106। আইএসবিএন 9788129108593।
- ↑ "Pratima"। hindigeemala.net। Hindi Geetmala। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২০।
বহিঃসংযোগ সম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে প্রতিমা (ইংরেজি)