প্রতাপ সিং (রেফারি)

প্রতাপ সিং পাটওয়াল (জন্ম ৮ ডিসেম্বর ১৯৭১) একজন ভারতীয় ফুটবল রেফারি[১]

প্রতাপ সিং
পূর্ণ নাম প্রতাপ সিং পাটওয়াল
জন্ম (1971-12-08) ৮ ডিসেম্বর ১৯৭১ (বয়স ৫২)
ঘরোয়া
বছর লীগ দায়িত্ব
২০০৭–বর্তমান আই-লিগ সহকারী রেফারি
২০০৮–বর্তমান আই-লিগ রেফারি
আন্তর্জাতিক
বছর লীগ দায়িত্ব
২০০৯–বর্তমান ফিফা তালিকাভুক্ত রেফারি
২০১০–বর্তমান এএফসি এলিট প্যানেল রেফারি

জীবনী সম্পাদনা

প্রতাপ মূলত উত্তরাখণ্ডের প্রেমনগর শহরের বাসিন্দা। তিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার আগে ভারতীয় নৌবাহিনীতে কাজ করেছিলেন।[২]

রেফারিং ক্যারিয়ার সম্পাদনা

প্রতাপ ২০১২ সালের জন্য ফিফা রেফারি তালিকা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এলিট রেফারিং প্যানেলে রয়েছেন। তিনি ২০০৯ সাল থেকে একজন ফিফা রেফারি ছিলেন[৩][৪][৫] ২০১০ সালে পুনেতে ভারতইয়েমেনের মধ্যে একটি আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়[৬]

প্রতাপ উত্তরাখণ্ড স্টেট ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য।[৭]

অক্টোবর ২০১২ সালে তিনি পেশাদার চুক্তির প্রস্তাব করা তিনজন ভারতীয় রেফারির একজন হয়েছিলেন। এআইএফএফ অক্টোবর ২০১২ থেকে মে ২০১৩ পর্যন্ত প্রতাপকে চুক্তিবদ্ধ করেছিল[৮] তিনি ২০১৩ সালের জন্য এআইএফএফ সেরা রেফারি পুরস্কারে ভূষিত হন[৯] এবং ২০১৩-১৪ আই-লিগের জন্য সেরা রেফারি।[১০]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Pratap Singh footballdatabase.eu
  2. "Patwal becomes FIFA elite referee"The Tribune। Chandigarh। ৩০ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৩ 
  3. "India: Referees"। FIFA। ১৭ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১২ 
  4. "AFC ELITE REFEREEING - PANEL MEMBERS 2012 - AFC Elite Men Referees"। Asian Football Confederation। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১২ 
  5. "FIFA announces officials"The Hindu। ১৩ জানুয়ারি ২০০৯। ২৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১২ 
  6. "Live Score Updates: India vs. Yemen"। All India Football Federation। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১২ 
  7. "About Uttarakhand State Football Referee Association"। Uttarakhand State Football Referee Association। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১২ 
  8. "AIFF ropes in India's FIFA referees"Zee News। ৪ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৩ 
  9. "2013 AIFF Awards given away to Footballers in New Delhi"IANS। news.biharprabha.com। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪ 
  10. "Important decisions taken in the meeting"All India Football Federation। ১৪ মে ২০১৪। ২৮ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৪