প্রকাশ শ্রীবাস্তব
প্রকাশ শ্রীবাস্তব (জন্ম ৩১ মার্চ ১৯৬১) একজন ভারতীয় বিচারক। শ্রীবাস্তব ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।[১][২][৩]
মাননীয় প্রধান বিচারপতি (অবসর.) প্রকাশ শ্রীবাস্তব | |
---|---|
কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি | |
কাজের মেয়াদ ১১ অক্টোবর ২০২১ – ৩০ মার্চ ২০২৩ | |
মনোনয়নকারী | এন ভি রমনা |
নিয়োগদাতা | রাম নাথ কোবিন্দ |
পূর্বসূরী | রাজেশ বিন্দল (ভারপ্রাপ্ত) |
মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি | |
কাজের মেয়াদ ১৮ জানুয়ারি ২০০৮ – ১০ অক্টোবর ২০২১ | |
মনোনয়নকারী | কে জি বালাকৃষ্ণান |
নিয়োগদাতা | প্রতিভা পাতিল |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৩১ মার্চ ১৯৬১ |
কর্মজীবন
সম্পাদনাপ্রকাশ শ্রীবাস্তব ১৯৬১ সালের ৩১ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালের ২ ফেব্রুয়ারি আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। তিনি ভারতের সর্বোচ্চ আদালতে সিভিল, ট্যাক্স এবং সাংবিধানিক বিষয়াদি নিয়ে অনুশীলন করেছেন।[৪] তিনি ১৮ জানুয়ারী ২০০৮ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে দায়িত্ব গ্ৰহণ করেন এবং ২০১০ সালের ১৫ জানুয়ারী স্থায়ী বিচারক হিসাবে শপথ নেন।[৫] ২০২১ সালের ৯ অক্টোবর প্রকাশ শ্রীবাস্তবকে কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং একই বছরের ১১ অক্টোবর তিনি শপথ গ্রহণের মাধ্যমে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্ৰহণ করেন।[৩][৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Justice Prakash Shrivastava recommended for CJ of Calcutta HC"। WHISPERS IN THE CORRIDORS। ২১ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Justice Prakash Shrivastava's Profile"। mphc.gov.in। ২১ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১।
- ↑ ক খ "Justice Prakash Shrivastava takes oath as Chief Justice of Calcutta HC"। India Today। ১১ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২১।
- ↑ "Calcutta high court to get a new chief justice today | Kolkata News - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। ১১ অক্টো ২০২১। সংগ্রহের তারিখ ২০২২-০২-০১।
- ↑ "Calcutta High Court - Judges"। www.calcuttahighcourt.gov.in। সংগ্রহের তারিখ ২০২২-০২-০১।
- ↑ "Collegium recommends appointment of 8 high court Chief Justices, transfer of 5"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-২১। সংগ্রহের তারিখ ২০২২-০২-০১।