প্রকাশ শ্রীবাস্তব

কলকাতা উচ্চ আদালতের সাবেক প্রধান বিচারপতি

প্রকাশ শ্রীবাস্তব (জন্ম ৩১ মার্চ ১৯৬১) একজন ভারতীয় বিচারক। শ্রীবাস্তব ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।[][][]

মাননীয় প্রধান বিচারপতি (অবসর.)
প্রকাশ শ্রীবাস্তব
কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি
কাজের মেয়াদ
১১ অক্টোবর ২০২১ – ৩০ মার্চ ২০২৩
মনোনয়নকারীএন ভি রমনা
নিয়োগদাতারাম নাথ কোবিন্দ
পূর্বসূরীরাজেশ বিন্দল (ভারপ্রাপ্ত)
মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি
কাজের মেয়াদ
১৮ জানুয়ারি ২০০৮ – ১০ অক্টোবর ২০২১
মনোনয়নকারীকে জি বালাকৃষ্ণান
নিয়োগদাতাপ্রতিভা পাতিল
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1961-03-31) ৩১ মার্চ ১৯৬১ (বয়স ৬৩)

কর্মজীবন

সম্পাদনা

প্রকাশ শ্রীবাস্তব ১৯৬১ সালের ৩১ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালের ২ ফেব্রুয়ারি আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। তিনি ভারতের সর্বোচ্চ আদালতে সিভিল, ট্যাক্স এবং সাংবিধানিক বিষয়াদি নিয়ে অনুশীলন করেছেন।[] তিনি ১৮ জানুয়ারী ২০০৮ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে দায়িত্ব গ্ৰহণ করেন এবং ২০১০ সালের ১৫ জানুয়ারী স্থায়ী বিচারক হিসাবে শপথ নেন।[] ২০২১ সালের ৯ অক্টোবর প্রকাশ শ্রীবাস্তবকে কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং একই বছরের ১১ অক্টোবর তিনি শপথ গ্রহণের মাধ্যমে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্ৰহণ করেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Justice Prakash Shrivastava recommended for CJ of Calcutta HC"WHISPERS IN THE CORRIDORS। ২১ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১ 
  2. "Justice Prakash Shrivastava's Profile"mphc.gov.in। ২১ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১ 
  3. "Justice Prakash Shrivastava takes oath as Chief Justice of Calcutta HC"India Today। ১১ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২১ 
  4. "Calcutta high court to get a new chief justice today | Kolkata News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। ১১ অক্টো ২০২১। সংগ্রহের তারিখ ২০২২-০২-০১ 
  5. "Calcutta High Court - Judges"www.calcuttahighcourt.gov.in। সংগ্রহের তারিখ ২০২২-০২-০১ 
  6. "Collegium recommends appointment of 8 high court Chief Justices, transfer of 5"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-২১। সংগ্রহের তারিখ ২০২২-০২-০১