প্রকাশ ডাহাকে

ভারতীয় রাজনীতিবিদ

প্রকাশ উত্তমরাও ডাহাকে (মৃত্য: ১০ মে ২০২১) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং করঞ্জ আসনের প্রতিনিধিত্বকারী মহারাষ্ট্রের বিধানসভার সদস্য ছিলেন। তিনি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির অন্তর্ভুক্ত। [][] ২০০৯ সালের নির্বাচনে তিনি চলমান বিধায়ক রাজেন্দ্র পাটনিকে ৩০,০০০ ভোটে পরাজিত করেছিলেন। ২০১৪ সালের নির্বাচনে পাটনি তাঁকে ২য়বার (২০০৪ সালে প্রথম) পরাজিত করেন। করান বর্তমান বিধায়ক হওয়া সত্বেও প্রকাশ ডাহাকেকে এনসিপির টিকিট দেয়া হয় নি। তিনি যে ৫টি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার মধ্যে ৪টিতে হেরেছিলেন এবং কেবল একবারই জিতেছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Pradip Kumar Maitra (২৩ অক্টোবর ২০০৯)। "No dent in Cong base"। Hindustan Times। ৫ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২১ 
  2. Joshi, Prakash (২২ অক্টোবর ২০০৯)। "All eyes on rebels"। Times of India।