প্যাসিফিকো অর্টিজ

ফাদার প্যাসিফিকো অর্টিজ, (২৫ সেপ্টেম্বর ১৯১৩ - ৯ ডিসেম্বর ১৯৮৩) [১] একজন ফিলিপিনো জেসুইট যাজক এবং অ্যাটেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটির প্রথম ফিলিপিনো প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। [২] [৩] একজন কট্টর সমালোচক হিসেবে ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোসের সামরিক আইনের একনায়কত্ব নিয়ে তিনি বিশেষ সমালোচনা করতেন, [৪] বিশেষত যখন তিনি ১৯৭১ ফিলিপাইনের সাংবিধানিক কনভেনশনে রিজাল প্রদেশের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "HEROES & MARTYRS: ORTIZ, Pacifico A."Bantayog ng mga Bayani (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৩-০৬। ২০১৯-১১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৫ "HEROES & MARTYRS: ORTIZ, Pacifico A."Bantayog ng mga Bayani (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৩-০৬। ২০১৯-১১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৫ 
  2. "Milestones that built a school"The Guidon (ইংরেজি ভাষায়)। ২০১২-০৮-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৫ 
  3. Simbulan, Dante C. (২০১৬)। Whose side are we on? : Memoirs of a PMAer। Center for People Empowerment in Governance, Inc.। আইএসবিএন 9789719548850ওসিএলসি 969973376 
  4. Rigos, Cirilo A. (১৯৭৫)। "The Posture of the Church in the Philippines under Martial Law": 127–132। জেস্টোর 27908249ডিওআই:10.1355/SEAA75O