প্যাটেল মহেন্দ্রভাই সোমাভাই

ভারতীয় রাজনীতিবিদ

ডঃ প্যাটেল মহেন্দ্রভাই সোমাভাইস গুজরাতের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি বিজেপির সদস্য। ১৯৯৮ সালে তিনি গুজরাতের আরাবল্লী জেলার বায়াদ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। [১]

তিনি আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজ থেকে এমএস (জেনারেল সার্জন)। তিনি বায়াদে একজন সাধারণ সার্জন হিসাবে অনুশীলন করছেন। তিনি গায়ত্রী সার্জিকাল হাসপাতালের মালিক।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Election results"। Election Commission of India, New Delhi।