পোল্যান্ড–বাংলাদেশ সম্পর্ক

বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক
(পোল্যান্ড-বাংলাদেশ সম্পর্ক থেকে পুনর্নির্দেশিত)

বাংলাদেশ-পোল্যান্ড সম্পর্ক বলতে বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে বোঝায়। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দেয়া ষষ্ঠ দেশ পোল্যান্ড।[১] ১৯৭২ সালের ১২ই জানুয়ারি দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।[১][২] বাংলাদেশের পোলিশ রাষ্ট্রদূত নতুন দিল্লি, ভারত এর অধিবাসী। ওয়ারশে বাংলাদেশের দূতাবাস রয়েছে।

বাংলাদেশ-পোল্যান্ড সম্পর্ক
মানচিত্র Bangladesh এবং Poland অবস্থান নির্দেশ করছে

বাংলাদেশ

পোল্যান্ড
ওয়ারশে বাংলাদেশী দূতাবাস

উচ্চ স্তরের পরিদর্শন সম্পাদনা

১৯৮৬ সালে, পোল্যান্ডের প্রাক্তন উপ-পররাষ্ট্রমন্ত্রী সরকারী সফরে বাংলাদেশে এসেছিলেন।

শিক্ষাগত সম্পর্ক সম্পাদনা

অর্থনৈতিক সম্পর্ক সম্পাদনা

বাংলাদেশ বহুদিন যাবত পশ্চিমা ইউরোপ থেকে দুগ্ধজাত দ্রব্য যেমন গুড়াদুধ আমদানি করে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kugiel, Patryk (মার্চ ২০১৪)। "Sixty Years of Poland–India Relations:Towards a Genuine Partnership?"PISM Strategic Files6 (42): 2। 
  2. "Bangladesh"। Ministry of Foreign Affairs of Poland। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৪