পোলো শার্ট
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
পোলো শার্ট (ইংরেজি: Polo shirt) হল এক ধরনের কলারবিশিষ্ট জামা| এর প্ল্যাকেটে শার্টের ধরন অনুযায়ী দুই থেকে তিনটি বোতাম থাকে| এছাড়াও অনেকসময় সাথে একটি ঐচ্ছিক পকেট থাকে| এটি টেনিস শার্ট এবং গলফ শার্ট নামেও পরিচিত| এটি সাধারণত নিট কাপড় দ্বারা তৈরি হয় এবং কাপড়ের উপাদান হিসেবে তুলা বা কৃত্রিম লিলেনের ফাইবার প্রাধান্য পায়|
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে পোলো শার্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে।