পেপারমিন্ট লিনাক্স ওএস

পেপারমিন্ট লিনাক্স ওএস (Peppermint Linux OS)[৩] একটি স্টেবল ক্লাউড-কেন্দ্রিক, উবুন্টু-ভিত্তিক হালকা লিনাক্স ডিস্ট্রিবিউশন। পেপারমিন্ট লিনাক্স ওএসে ডেস্কটপ পরিবেশ হিসেবে এলএক্সডিইএক্সসিই-এর একটি শংকর সংস্করণ ব্যবহার করা হয়েছে। কম হার্ডওয়্যার রিসোর্স লাগে বলে, পুরোনো যন্ত্রের জন্যে এ ডিস্ট্রোটি বেশ উপযোগী। আইস এপ্লিকেশন, ওয়েব-ভিত্তিক এপ্লিকেশন তৈরি ও ব্যবস্থাপনার হাতিয়ার, অন্য ডিস্ট্রিবিউশনগুলো থেকে এটিকে স্বকীয় করে তুলেছে। পূর্ণ ডেস্কটপ অভিজ্ঞতার সাথে ক্লাউড কম্পিউটিং-এ এটাকে ক্রোম এসের একটি যোগ্য প্রতিদ্বন্দ্বী বলা যায়।[৪] শিক্ষানবিশ বা নতুন লিনাক্স ব্যবহারকারীদের জন্যে সহজ ও পরিচিত ডেস্কটপ পরিবেশ দেয়া এবং একই সাথে যাতে অল্প রিসোর্সেও চলতে পারে, দুটো বিষয়ই নিশ্চিত করা ডেভলপারদের মূলনীতি। [৫][৬]

পেপারমিন্ট লিনাক্স ওএস
দাপ্তরিক পেপারমিন্ট লিনাক্স ওএস লোগো
পেপারমিন্ট লিনাক্স ওএস ৭ ডেস্কটপের স্ক্রিনশট
পেপারমিন্ট লিনাক্স ওএস ৭
ডেভলপারপেপারমিন্ট, এলএলসি
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলওপেন সোর্স
প্রাথমিক মুক্তি৯ মে ২০১০; ১৩ বছর আগে (2010-05-09)[১]
সর্বশেষ মুক্তিপেপারমিন্ট ৯ / ২২ জুন ২০১৮; ৫ বছর আগে (2018-06-22)[২]
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
ইউজারল্যান্ডগ্নু
ব্যবহারকারী ইন্টারফেসএলএক্সডিই
লাইসেন্সফ্রি সফটওয়্যার লাইসেন্স
(প্রধানত গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স)
ওয়েবসাইটpeppermintos.com

ওভারভিউ সম্পাদনা

পেপারমিন্ট ডেস্কটপ দেখতে কিছুটা ঐতিহ্যবাহী ডেস্কটপের মত। বিভিন্ন লিনাক্স ডেস্কটপ পরিবেশ থেকে গৃহীত উপাদানের অসাধারণ মিশ্রণ দেখা যায় এখানে। যদিও মূল ডেস্কটপ সেশন এলএক্সডিই থেকে এসেছে, এখানে সিনামনএক্সএফসিই-এর কিছু উপাদানও অন্তর্ভুক্ত আছে। এপ ম্যানু ও বোটম প্যানেল এক্সএফসিই, এবং ন্যামো ফাইল ম্যানেজার এবং সফটওয়্যার স্টোর লিনাক্স মিন্ট সিনামন থেকে আগত।

পেপারমিন্ট সেটিং প্যানেলে একসেট ভার্সেটাইল টুল থাকে যেখানে লুক-ফিল, উইন্ডোজ, ডেস্কটপ, হার্ডওয়্যার, আপডেট সেটিংসহ অনেককিছু কনফিগার অরা যায়। আপডেট ম্যানেজার ও কমান্ড লাইন টুল সহজেই ব্যবহার করা যায়।

পেপারমিন্ট লিনাক্স ওএসে সফটওয়্যার ইন্সটলের জন্যে একাধিক পদ্ধতি রয়েছে। যেসব সফটওয়্যার রিপোজিটরিতে নেই এবং বআইরে থেকে ইন্সটল করা প্রয়োজন, সেগুলোর জন্যে ডেব প্যাকেজ এবং পিপিএ ব্যবহার করা যায়। সফটওয়্যার ইন্সটলেশন প্রক্রিয়া সহজীকরণের জন্য সফটওয়ার ম্যানেজার ও সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার গুই হিসাবে আছে।

প্যাকেজড সফটওয়্যার সম্পাদনা

উন্নয়ন চক্র সম্পাদনা

পেপারমিন্ট লিনাক্স ওএস সক্রিয়ভাবে ডেভলপ ও ব্যবস্থাপিত হয়। উবুন্টু থেকে আগত বলে উবুন্টুর দীর্ঘ সমর্থিত শাখা মুক্তি পাওয়ার পরপরই এটার প্রধান হালনাগাদগুলো মুক্তি পায়। আবার, রেসপিন নামে এটা একররকমের রোলিং রিলিজ ব্যবস্থা অনুসরণ করে, যেখানে ছোটখাটো বাগ ঠিক করা হয়, ও অন্তর্ভুক্ত সফটওয়্যার হালনাগাদ করা হয়।

মুক্তি সম্পাদনা

সংস্করণ তারিখ শেষ রেসপিন
এক মে ৯, ২০১০ ০১০৪২০১১
আইস জুলাই ২০, ২০১০ ২০১১০৩০২
দুই জুন ১০, ২০১১
তিন জুলাই ২৩, ২০১২
চার জুন ১৩, ২০১৩ ২০১৩১১১৩
পাঁচ জুন ২৩, ২০১৪
ছউ মে ৩১, ২০১৫
সাত জুন ২৪, ২০১৬
আট মে ২৮, ২০১৭
নউ জুন ২২, ২০১৮

তথ্যসূত্র সম্পাদনা

  1. রেমিংটন, শেন (৯ মে ২০১০)। "কাম এন্ড গেট ইট!!"পেপারমিন্ট। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৮ 
  2. https://peppermintos.com/2018/06/peppermint-9-released/
  3. "পেপারমিন্ট ওএস"DistroWatch.com। নভেম্বর ২৯, ২০১৩। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০১৮ 
  4. হ্যাল্লক, টি (মার্চ ১২, ২০১৪)। "আফ্রিকায় পেপারমিন্ট লিনাক্স ক্লাউড-ভিত্তিক ওপেন-সোর্স ডেস্কটপ অন্তর্ভুক্ত করেছে"Opensource.com। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০১৮ 
  5. "সম্পর্কে"পেপারমিন্ট। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০১৮ 
  6. নিউল, গ্যারি। "পেপারমিন্ট লিনাক্সের অভ্যন্তরে - সাক্ষাতকারে শেন রেমিংটন ও কেন্ডাল ওয়েভার"এভরিডে লিনাক্স ইউজার। ২৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০১৮ 
  7. "৩. ডেস্কটপ পরিবর্তন করা"পেপারমিন্ট ব্যবহারকারী নির্দেশিকা। ৫ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০১৮