পেনা নদী (ম্যাসেডোনীয়: Пена, আলবেনীয়: Shkumbin) উত্তর ম্যাসিডোনিয়ার একটি নদী। এটি দেশটির শার পর্বতমালা থেকে উদ্ভূত নদীগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম (ভার্দার নদীর পরেই)। এটি শার হ্রদগুলি থেকে আগত ভার্দার নদীর উপনদীগুলির মধ্যে বৃহত্তম।

পেনা
তেতোভো শহরে পেনা নদী
অবস্থান
দেশ ম্যাসেডোনিয়া
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানচাব্রিওলিকা নদী, শার পর্বতমালা
মোহনা 
 • অবস্থান
ভার্দার নদী, সারাকিনো গ্রামের সন্নিকটে
 • স্থানাঙ্ক
৪১°৫৯′০১″ উত্তর ২১°০৩′০৪″ পূর্ব / ৪১.৯৮৩৬° উত্তর ২১.০৫১০° পূর্ব / 41.9836; 21.0510
দৈর্ঘ্য২৯.৭ কিমি (১৮.৫ মা)
অববাহিকার বৈশিষ্ট্য
ক্রমবৃদ্ধিটেমপ্লেট:RVardar

উৎপত্তি ও গতিপথ সম্পাদনা

পেনা নদীর উৎসরূপী পাহাড়ি ঝর্ণাটি উত্তর ম্যাসেডোনিয়ার চাব্রিওলিকাবরিসলোইকা অঞ্চলে, শার পর্বতমালাতে, সমুদ্র সমতল থেকে ২৫০০ মিটার উচ্চতায় উৎপত্তিলাভ করেছে। প্রথমে দুইটি ক্ষুদ্র স্রোতধারা ভেশালাবোজোভচে গ্রামগুলির কাছে এসে সংযুক্ত হয়েছে।[১] নদীটি তেতোভো শহরের কেন্দ্র দিয়ে অতিক্রম করে পোলোগ উপত্যকাসারাকিনো গ্রামের কাছ দিয়ে প্রবাহিত হয়ে ভার্দার নদীতে গিয়ে পড়েছে।

বৈশিষ্ট্যাবলী সম্পাদনা

নদীটির উৎস স্রোতধারাগুলি সমুদ্র সমতল থেকে ২৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। নদীটি প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ। নদীটিতে আরও ১২টি উপনদী এসে পড়েছে, যাদের মধ্যে কারানিকোলোভস্কা নদী, প্রঝিনা নদী, ভেইজকা নদী, লেস্নিচকা নদী ও ব্রোদেচকা নদী বিশেষ উল্লেখ্য।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Душан Кривокапиќ: „Шар-Планина“, издание на „Туристичка Штампа“, Белград, 1969 година
  2. Живко Стефановски, Напредок Тетово, Шар Планина, стр 68-70

আরও দেখুন সম্পাদনা