পেডিপাল্প ( অনেক সময় যাদের পাল্প বা পাল্পি বলা হয়) হল অ্যাপেন্ডেজের দ্বিতীয় জোড়া, যা কিনা কেলিকের‍্যাটদের (যারা কিনা একদল আথ্রোপড

চাবুক বিছার পেডিপাল্প (সবুজ)

এদের অন্তভূক্ত কতগুলি প্রজাতি হল - মাকড়শা, কাঁকড়াবিছে, লিমুলাস, সমুদ্র মাকড়শা ইত্যাদি) মধ্যে পরিলক্ষিত হয়। পেডিপাল্প কেলিসেরির ("চোয়াল") দুই পার্শ্বে এবং গমনে সাহায্যকারী প্রথম পদ জোড়ার অগ্রে অবস্থান করে।

একনজরে সম্পাদনা

পেডিপাল্প গুলি ছ'টি খন্ড বা অংশে বিভক্ত৷ যথা-

 
পেডিপাল্পের খন্ডগুলির সঙ্গে পদের খন্ডকায়নের তুলনা
  • কক্সা
  • ফিউমার
  • টিবিয়া
  • ছোট প্যাটেলা
  • টারসুস

কেলেট পেডিপাল্প সম্পাদনা

মাকড়শাদের পেডিপাল্প সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

আরও পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা