পূর্ব মায়ানী খায়েরিয়া মাদ্রাসা

ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান

পরিচিতি

সম্পাদনা

পূর্ব মায়ানী খায়েরিয়া মাদ্রাসা ১৯৯২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের। এটি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের অন্তর্গত পূর্ব মায়ানী গ্রামের ৩ নং ওয়ার্ডে অবস্থিত। এটি মূলত একটি কওমী মাদ্রাসা বা বেসরকারি ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান। দারুল উলুম দেওবন্দের আদলে ১৯৯২ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। এর অদূরেই রয়েছে পূর্ব মায়ানী ভোরের বাজার ও মুক্তিযোদ্ধা আবুল খায়ের মেমোরিয়াল ফাউন্ডেশন।

প্রতিষ্ঠাতা সম্পর্কিত তথ্য

সম্পাদনা

পূর্ব মায়ানী খায়েরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ আবুল খায়ের। ১৯৯২ খ্রিস্টাব্দে অত্র এলাকার মানুষের ধর্মীয় উপকারের কথা বিবেচনায় রেখে মুক্তিযুদ্ধের এই বীরসেনানী পূর্ব মায়ানী ভোরের বাজারের সন্নিকটে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন; যা বর্তমানে দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে (তথ্যসূত্র - বদিউল আলম, মোহাম্মদ জাকারিয়া)। পূর্ব মায়ানী ভোরের বাজারের প্রতিষ্ঠাতাও মরহুম মুক্তিযোদ্ধা আবুল খায়ের। স্বাধীনতা-যুদ্ধ পরবর্তীতে বাজারসংলগ্ন ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল করতে খুব ভয় পেত। দিনে দুপুরে যখন তখন ডাকাতি হতো (তথ্যসূত্র - মোয়াজ্জেম কবির, আমিন ভূঞা)। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে মুক্তিযোদ্ধা আবুল খায়ের ঝোপঝাড় পরিস্কার করে আশির দশকের শুরুতে লাল চা আর সারের দোকানের মাধ্যমে ব্রিজের গোড়ায় বাজারের পত্তন করেন ( তথ্যসূত্র - ইদ্রিস মিয়া)। পরবর্তীতে তিনি তৎকালীন যুবসমাজকে ডেকে এনে অত্র এলাকায় স্কুল, ক্লাব, প্রভৃতি প্রতিষ্ঠায় উৎসাহ প্রদান করেন (তথ্যসূত্র - রিপন সওদাগর, এনামুল হক তাহের)। তারই ধারাবাহিকতায় ১৯৮৬ সালে অত্র বাজারে “যুব উন্নয়ন সংঘ” ক্লাব প্রতিষ্ঠার জন্য জায়গার প্রয়োজন হলে জনাব আওরঙ্গজেব থেকে তিনি ক্লাবের জন্য স্থায়ীভাবে জায়গা ম্যানেজ করে দেন (তথ্যসূত্র - আওরঙ্গজেব)।

মাদ্রাসায় নিম্নলিখিত বিভাগসমূহ রয়েছে:

  • নাজেরা বিভাগ
  • হিফজুল কুরআন বিভাগ
  • কিতাব বিভাগ
  • নুরানী বিভাগ

বর্ণনা

সম্পাদনা

এই মাদ্রাসায় চারটি ভবন, একটি লাইব্রেরি, একটি মসজিদ রয়েছে।

শিক্ষকবৃন্দ

সম্পাদনা

এই প্রতিষ্ঠানে নিয়মতি ও খন্ডকালীন মিলিয়ে প্রায় ২০ জন শিক্ষক রয়েছে।

শিক্ষার্থী

সম্পাদনা

এই মাদ্রাসায় প্রায় ৪০০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে বোর্ডিং শিক্ষার্থী প্রায় ১৫০ জন।